আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৪টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছাঁয়।
দেশে ফিরিয়ে আনা হয়েছে মানবপচারকারীদের কাছে প্রতারিত হওয়া ১০৬ বাংলাদেশিকে। আজ মঙ্গলবার (১৮ ই আগস্ট) বিকেল ৪টায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ১০৬ বাংলাদেশি। বিমানবন্দরে পৌঁছার পর ইমিগ্রেশনে তাদের একদফা জিজ্ঞাসাবাদ করা হয়। তবে, আরো তথ্য জানতে তাদের ফের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইমিগ্রেশন থেকে বের হওয়ার পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন ভিয়েতনাম ফেরতরা। তবে, ভিয়েতনাম থেকে ফিরলেও প্রবাসী কর্মীদের করোনা পরীক্ষা করা হয়নি বলে জানা গেছে। এদিকে, অভিযুক্ত দালালদের শাস্তি ও রিক্রুটিং এজেন্সিদের কাছ থেকে অর্থ ফেরতের দাবি করেছেন প্রতারিতদের স্বজনরা।