চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক তোফাজ্জল হক হত্যা মামলার রহস্য উদ্ঘটন, হত্যার কাজে ব্যবহৃত আলামত উদ্ধার ও হারিয়ে যাওয়া ভ্যানসহ ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে শিবগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম হঠাৎপাড়া গ্রামের মো. গানুর ছেলে মো. রুহুল আমিন কালু, সদর আলীর ছেলে মো. খাইরুল ইসলাম, মৃত শেরফান আলীর ছেলে মো. শাহিন আলী, রবিউল ইসলামের ছেলে মো. ফটিক আলী এবং রাজশাহীর তানোর উপজেলার বহরইল গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে মো. জুয়েল রানা। তবে একই ঘটনায় অপর অভিযুক্ত চুলু শেখের ছেলে হারুন আলী (৩৩)কে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গির আলম জানান, তোফাজ্জল হকের সঙ্গে মামলার মূল আসামি মো. রুহুল আমিন কালুর ব্যবসায়িক কারণে সুসম্পর্ক থাকায় গত ২৯শে ফেব্রুয়ারি সন্ধ্যায় মোবাইল ফোনে ভাড়ার জন্য ডেকে পাঠায়। পরে খাইরুল ইসলাম, শাহিন আলী ও ফটিকের সহযোগিতায় কালু ওই রাতেই ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪নং বাঁধের কাছে একটি ফসলি জমিতে নিয়ে গিয়ে আঘাতের একপর্যায়ে হত্যা করে।
হত্যার পর মৃতদেহ গোপন করতে পাশে থাকা সরিষার খড়ের পোয়ালে মৃতদেহ নিয়ে রেখে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করে এবং চার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে রুহুল আমিন কালু তার ভাইরা জুয়েলকে ভ্যানটি বিক্রির দায়িত্ব দিয়ে তার কাছে পাঠিয়ে দেয়। পরে জুয়েলের স্বীকারোক্তি অনুযায়ী নাচোল উপজেলার বহরইল এলাকা থেকে ভ্যানটি উদ্ধার করা হয়।
এ জাতীয় আরো খবর..