বরগুনা প্রতিনিধি: মোঃ সোহরাব হোসেন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে বরগুনা জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম মোল্লা এর নেতৃত্বে জেলা প্রশাসনের ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিমসহ জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তা ও বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
একই সময়ে, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বরগুনা জেলা শাখার পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুনাক বরগুনা জেলার সভানেত্রী ডা: ইসমিতা তারিন জেমী শ্রদ্ধা নিবেদন করেন এবং তার সঙ্গে পুনাকের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এদিন ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।