×
সদ্য প্রাপ্ত:
অর্থ উপদেষ্টার সঙ্গে ইআইবি ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ সঞ্চয়পত্রে বাড়ছে মুনাফার হার দাবানল ছড়িয়ে পড়ায় বাইডেনের ইতালি সফর বাতিল: হোয়াইট হাউস লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক সম্পর্কে যা জানা গেল একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন লালমনিরহাটে ঘোড়া দিয়ে চলছে হাল চাষ লাখো মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিন্দ্রায় সমাহিত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী ফেনীতে জুয়া'র টাকার জন্য শিক্ষার্থীর হাতে গৃহকর্মী খুনঃ গ্রেপ্তার আসামি গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে ৩০০ কম্বল পেলেন শীতার্ত মানুষ কয়রায় মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা, বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ১৭ বার পঠিত
এইচ,এম, মোবারক, বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারার প্রাণকেন্দ্র ভবানীগঞ্জ উপজেলা এবং পশ্চিম বাগমারার প্রাণকেন্দ্র হাট গাঙ্গোপাড়ায় গভীর রাতে একদল মোটরসাইকেল আরোহী বিভিন্ন দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখে তাদের অবস্থান জানান দিয়েছে। 

গতরাত আড়াই ঘটিকার সময় এ ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, গভীর রাতে ভবানীগঞ্জ গোডাউন মোড়ে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী এসে ভবানীগঞ্জ ক্লিনিকের নতুন বিল্ডিং এ নেমে তারা জয় বাংলা স্লোগান লিখে আবার মোটরসাইকেলে চড়ে চলে যায়।


এছাড়াও ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন দেয়ালে এবং হাট গাঙ্গোপাড়া বাজারের বিভিন্ন দেয়ালে দেয়ালে জয় বাংলা সহ অন্যান্য স্লোগান লিখার পাশাপাশি বিএনপি ও অন্যান্য সংগঠনের পোষ্টার ও তারা ছিঁড়ে ফেলেছে।


 এটি কে বা কারা করেছে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ভবানীগঞ্জ এলাকায় বিএনপি- জামায়াতসহ ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল প্রতিবাদ জানিয়েছেন এবং এরূপ অপতৎপরতাকে শক্ত হাতে দমন করার ব্যাপারেও দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। 


এদিকে হাট গাঙ্গোপাড়ায় এই অপতৎপরতার প্রতিবাদস্বরূপ গতকাল ৩ জানুয়ারি বিকেলে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে হাট গাঙ্গোপাড়া  বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তেঁতুল তলা মোড়ে তাঁরা প্রতিবাদ স্বরুপ বক্তব্য প্রদান করেন।


 উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন, আউচপাড়া ইউনিয়নের বিএনপি নেতা এটিএম আশরাফুল ইসলাম (হেলাল), বাগমারা উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি
কছিম উদ্দিন জোয়ার্দার। উপস্থিত ছিলেন কৃষকদলের আহবায়ক মোঃ আব্দুল জলিল সহ বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। 


উক্ত প্রতিবাদ অনুষ্ঠানের বক্তব্যে চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দীর্ঘ ১৫ বছর ধরে এদেশে আওয়ামী দুঃশাসন কায়েম করে এ দেশ থেকে বিতাড়িত হয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশে চোরা গোপ্তাভাবে তাদের অবস্থান জানান দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এ ব্যাপারে সচেতন রয়েছি । পাশাপাশি তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে তাদেরকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে কেউ পার পাবেননা, সময় এলে সমুচিত জবাব দেওয়া হবে। প্রতিবাদ সভায় প্রভাষক আব্দুল জলিল বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গুন্ডারা খুনি হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে। আমরাই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার বিচার নিশ্চিত করবো এই বাংলার জমিনে।


এবিষয়ে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের আইসি আকরাম আলীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, যেকোনো উশৃঙ্খল ঘটনা মোকাবেলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে । কোন অবস্থাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে দেওয়া হবে না, আমরা এবিষয়ে সচেতন রয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat