×
সদ্য প্রাপ্ত:
আড়িয়াল খাঁ-নদের ওপর সেতু না থাকায় দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ শেরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ জকিগঞ্জে তরুণীর রহস্যজনক মৃত্যু সাতক্ষীরায় ঘেরের ভেড়িবাঁধে সবজি চাষ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১, ২, ৫ টাকার কোয়েন ও নোটের সংকট তীব্র আকার ধারণ করেছে মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ‎রাণীনগরে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় নান্দনিক পিকনিক স্পট রূপসী ম্যানগ্রোভ দোয়ারাবাজার সীমান্তে পাচারের সময় ৭টি ভারতীয় গরু জব্দ ফেলানীর রক্তাক্ত স্মৃতি: ন্যায়বিচারের আর্তি ও সীমান্ত হত্যার নির্মম অধ্যায়
  • প্রকাশিত : ২০২৪-১২-২১
  • ২০ বার পঠিত
এ,কে,এম আসাদুজ্জামান রানা, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের মাঝিপাড়া সীমান্ত থেকে ১ কেজি ৭৯০গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৯০৫ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস ও ৯০৫ গ্রাম হেরোইনসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে বিজিবির পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে বাংলাবান্ধা থেকে একটি যাত্রীবাহী বাসে করে মাদকের একটি চালান পঞ্চগড় শহর অভিমুখে যাবে। এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে অধীনস্থ মাঝিপাড়া বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৩৪/এমপি হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঝিপাড়া এলাকার নিয়মিত চেকপোস্টে মাদক/চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। আনুমানিক সকাল ১১ টায় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে আসলে বিজিবি টহলদল বাসটি থামিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৯০৫ গ্রাম হেরোইনসহ হরসিত রায় (২২) নামের একজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। 
প্রাথমিকভাবে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক উক্ত মাদকদ্রব্যসমূহ পরীক্ষা করে ক্রিস্টাল মেথ আইস ও হেরোইন নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৯ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা।

আটককৃত হরসিত রায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী গ্রামের ধর্মনারায়ণ রায়ের ছেলে। আটককৃত ব্যক্তিকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat