সানোয়ার ইসলাম মামুন, ময়মনসিংহ প্রতিনিধি:
আলোকিত শিশু প্রকল্পটি কারিতাস ময়মনসিংহ অঞ্চলের অধীনে পরিচালিত একটি প্রকল্প। যা পথ শিশুদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে শহরের দুটি ড্রপ ইন সেন্টার রয়েছে পাট গুদাম ডিআইসি ছেলেদের রাত্রি কালীন আশ্রয় কেন্দ্র এবং কালিবাড়ি ডিআইসি মেয়ে শিশুদের রাত্রিকালীন আশ্রয় কেন্দ্র প্রকল্পে মোট লক্ষিত শিশু ৫০০ জন মোট ৪০ জন শিশুকে দুপুরের খাবার দেয়া হয় মানসিক ও স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে প্রতিনিয়ত শিশুদের ইন হাউজ সাইকো সোশাল কাউন্সিলিং করা হয়। প্রকল্পের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। সচেতন মূলক মিটিং ও সেমিনার করা হয়। প্রকল্পটিতে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে সচেতন মূলক মিটিং ও সেমিনার করা হয়। পথ শিশুদের ঝুঁকি কমিয়ে আনার লক্ষ্যে সমাজের মূল শ্রেতে ফিরিয়ে আনার জন্য প্রকল্পটির কার্যক্রম অব্যাহত রয়েছে। এডভোকেসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজনিন সুলতানা উপপরিচালক মহিলা উন্নয়ন অধিদপ্তর, বিপাশা মানখিন মাঠ কর্মকর্তা আলোকিত শিশু প্রকল্প কারিতাস ময়মনসিংহ।