×
সদ্য প্রাপ্ত:
অর্থ উপদেষ্টার সঙ্গে ইআইবি ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ সঞ্চয়পত্রে বাড়ছে মুনাফার হার দাবানল ছড়িয়ে পড়ায় বাইডেনের ইতালি সফর বাতিল: হোয়াইট হাউস লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক সম্পর্কে যা জানা গেল একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন লালমনিরহাটে ঘোড়া দিয়ে চলছে হাল চাষ লাখো মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিন্দ্রায় সমাহিত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী ফেনীতে জুয়া'র টাকার জন্য শিক্ষার্থীর হাতে গৃহকর্মী খুনঃ গ্রেপ্তার আসামি গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে ৩০০ কম্বল পেলেন শীতার্ত মানুষ কয়রায় মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা, বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক
  • প্রকাশিত : ২০২৪-১২-০৯
  • ৩৬ বার পঠিত
 নুরুল কবির সাতকানিয়া চট্রগ্ৰাম
চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহা ১নং ওয়ার্ড হরিণতোয়া এলাকার দীর্ঘদিনের দখলীয় খাস জায়গা দখল নিয়ে মারামারির অভিযোগ উঠেছে ইউনুস এবং তার ছেলে মোঃ রিদুয়ান, মোঃ শহিদ, মোঃ সাজ্জাদ ও শহিদের স্ত্রী নিশু আক্তারের বিরুদ্ধে। সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইউনুসের আপন ভাইয়ের ছেলে মিজানুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, বিগত প্রায় ৫০-৬০ বছর ধরে আমাদের বাড়ির পাশের খাস দখলীয় জায়গায় আমরা গাছের বাগান করে আসছিলাম। এ বিষয়ে এতদিন কারও আপত্তি ছিল না।

কিছুদিন আগে হঠাৎ ইউনুস এবং তার ছেলেরা আমাদের বাগানের গাছগুলো কেটে ফেলে। প্রতিবাদ করলে তারা গাছগুলো নিয়ে পালিয়ে যায়। রাতে অন্ধকারে আমার চাচা ইউনুস আমাদের জায়গায় বাড়ি তৈরি করার জন্য দখলীয় পাহাড় কেটে ফেলেন।
গত (৭ ডিসেম্বর) দুপুরে বাঁধা দিলে ইউনুস, তার ছেলেরা এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর আক্রমণ করেন। এতে আমার ভাই আরফাত, বাবা মোঃ ইয়াকুব, চাচা নুরুল কবির, চাচি রুমি আক্তার এবং চাচাতো বোন সালমা আক্তার মারাত্মকভাবে আহত হন।

অভিযুক্ত শহিদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "যখন বাড়ি নির্মাণ করছিলাম, তখন আমার চাচা জায়গা পাবেন বলে বাধা দেন। পরে আমরা ৮ ফুট জায়গা ছেড়ে দিয়ে বাড়ি নির্মাণ করেছি। এরপরও হঠাৎ করে তারা আমাদের ওপর অতর্কিত হামলা করেন। আমরা একটি সুস্থ বিচার চাই।

"
অভিযোগের বিষয়ে সাতকানিয়া থানার এএসআই নুর উদ্দীন বলেন, "অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। "

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat