মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধি:
সেলফি তুলতে গিয়ে নদীতেপড়ে প্রান গেল কলেজ শিক্ষার্থী আবির হাসান হিরা (১৯)’র ঘটনাটি গতকাল রবিবার বেলা ১১ টার দিকে বরিশাল কীর্তনখোলা নদীতে পড়ে ঘটেছে। নিহত শিক্ষার্থী আবির পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো.রাসেদ ইউসুফ। নিহত ওই শিক্ষার্থী বরিশাল অমৃতলাল কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার বিষয়ে সহপাঠীরা জানায়, গতকাল সকালের নাস্তা সেরে তারা কলেজে রওনা হয়। কিন্তু সময়মতো পৌছাতে পারেনি। তাই তিন বন্ধু মিলে বেলা ১১ টার দিকে বরিশাল আমানতগঞ্জ,ভাঙ্গার পার তালতলী নামক স্থানের কির্তন খোলা নদীর পাড়ে ঘুরতে যায়। এসময় আবির নদীর পারে ব্লোকের উপর দাড়িয়ে সেলফি তুলছিল। তবে অসাবধানতা বসত পা ফসকে নদীতে পরে তলিয়ে যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বেলা ১ টার দিকে তার লাশ উদ্ধার করে।
আবিরের স্বজন,মুনসুর জানান,আবির সাতার জানতনা তাই পানিতে পড়ে আর উঠতে পারেনি।
আজ সোমবার সকালে আবিরের নিজ বাড়ি নীলগঞ্জের সুলতানগঞ্জে তার জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাপন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..