×
সদ্য প্রাপ্ত:
লাখো মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিন্দ্রায় সমাহিত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী ফেনীতে জুয়া'র টাকার জন্য শিক্ষার্থীর হাতে গৃহকর্মী খুনঃ গ্রেপ্তার আসামি গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে ৩০০ কম্বল পেলেন শীতার্ত মানুষ কয়রায় মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা, বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক রাণীনগরে রূপালী ব্যাংকে মতবিনিময় সলঙ্গায় ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদণ্ড ২০২৫ সালের প্রথম মাসে গণমানুষের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার ঠাকুরগাঁওয়ে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অভিযোজন অধিকার অংশীজন সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরা সদরের ধুলিহরে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে শীতার্ত মাঝে শীত বস্ত্র বিতরন ১০ বছরেও ঢাকায় যায়নি, ৭৭ বছর বয়সি বৃদ্ধসহ একই পরিবারের তিনজন ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী
  • প্রকাশিত : ২০২৪-১২-০৭
  • ৩৪ বার পঠিত
এম. এ. হাসনাত শুভ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় প্রায় ১৬০ লিটার চুলাই মদসহ এক নারী মাদক কারবারি কে আটক করা হয়েছে। জানা যায়, উপজেলার জলসূখা ইউনিয়নের মাধবপাশা গ্রামের রাহেনা খাতুন কে প্রায় ১৬০ লিটার চুলাই মদ সহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপ পরিদর্শক জনাব মোঃ রবিউল্লাহ এর নেতৃত্বে গোপন সংবাদ এর ভিত্তিতে একটি বিশেষ টিম শনিবার দুপুর প্রায় ১২:৩০ টায় উক্ত অভিযান পরিচালনা করেন। আটককৃত আসামি অই নারীকে মামলা এজাহারের মাধ্যমে আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। আটককৃত আসামির সহযোগী তার স্বামী মোঃ লুৎফুর রহমান, যাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মামলার এজাহারে উনাকে পলাতক বলে উল্লেখ করা হয়েছে। 

এই অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, আটককৃত আসামির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরদারি ছিল, আজকে আমাদের গোয়েন্দা তৎপরতার গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। যাতে রাহেনা বেগম এর বাড়ির ভিতরে সংরক্ষিত প্রায় ১৬০ লিটার এর মত চুলাই মদ উদ্ধার ও জব্দ করা হয় এবং পরে তা হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে সংরক্ষণের জন্য পাঠানো হয়। তিনি আরো জানান, রাহেনা বেগম এর বাড়িতে দোকান চালাতেন, যার মাধ্যমে সহজেই মাদক কেনা-বেচা চলতো। রাহেনা বেগম ও তার সহযোগী স্বামী মোঃ লুৎফুর রহমান এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করে আজমিরীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে এই ধরণের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। 


এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক জনকে আটক করা সহ মোট দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরকৃত হয়েছে। প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় উনাদের বিরুদ্ধে মামলা এজাহারভুক্ত হয়েছে বলে জানান তিনি। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

তাছাড়াও তিনি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ ভাবে জুলাই-আগষ্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশের আইনি কার্যক্রম এ সহায়তা করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat