এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর বালুতুপা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ পৃথক পৃথক দুটি অভিযানে ১২০০ পিছ ইয়াবা এবং ২৪০ বোতল ফেন্সিডিলসহ মোট ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউপির বালুতুপা এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটককৃত আসামিরা হলো, মো: জয়নাল আবেদিন (৩৫) কুমিল্লা নগরীর নুরপুর এলাকার হোসেন মিয়ার ছেলে, মো মন্জিল মিয়া (৭৪) নগরীর সংরাইশ এলাকার জোনাব আলীর ছেলে ও ফাহিম হোসেন (১৯) সদর উপজেলা নসরাইল এলাকার আবুল হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার কুমিল্লার একটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন কোতয়ালী মডেল থানার বারপাড়া এলাকার তেলিকোনা থেকে বালুতোপা সড়কের উপর হতে ১২০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
একই দিনে অপর একটি অভিযানে জেলা গোয়েন্দা শাখার ণএকটি চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার বালুতুপা এলাকায় অভিযান চালিয়ে ২৪০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুল করিম খান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
এ জাতীয় আরো খবর..