×
সদ্য প্রাপ্ত:
লাখো মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিন্দ্রায় সমাহিত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী ফেনীতে জুয়া'র টাকার জন্য শিক্ষার্থীর হাতে গৃহকর্মী খুনঃ গ্রেপ্তার আসামি গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে ৩০০ কম্বল পেলেন শীতার্ত মানুষ কয়রায় মাদকের বিরুদ্ধে পুলিশের তৎপরতা, বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন আটক রাণীনগরে রূপালী ব্যাংকে মতবিনিময় সলঙ্গায় ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদণ্ড ২০২৫ সালের প্রথম মাসে গণমানুষের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার ঠাকুরগাঁওয়ে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অভিযোজন অধিকার অংশীজন সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরা সদরের ধুলিহরে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে শীতার্ত মাঝে শীত বস্ত্র বিতরন ১০ বছরেও ঢাকায় যায়নি, ৭৭ বছর বয়সি বৃদ্ধসহ একই পরিবারের তিনজন ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২০ বার পঠিত
মোঃ মুনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নোয়াগাঁও  ইউনিয়নের বুড্ডা তিতাস  নদীর পারে অবস্থিত মেসার্স  ভি আই পি ব্রিকস নামে একটি ইটভাটা ৮ বছর বন্ধ থাকার পর ২বছর ধরেই চলছে।  অনুমোদন ছাড়াই আবাদি জমি ও লোকালয়ের পাশে তৈরি করছে ইট।এদের নেই পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র।

স্থানীয়দের অভিযোগ, ইটভাটার ধোঁয়ায় প্রতিনিয়ত আশপাশের বাড়ির গাছের ফল নষ্ট হচ্ছে। মরিচা ধরে নষ্ট হচ্ছে টিনের চাল। এছাড়া আবাদি জমির ফসলও ভালো হচ্ছে না বলে অভিযোগ তাদের। প্রশাসনের নাকের ডগায় ইটভাটাটি চললেও বন্ধের নেই কোনো উদ্যোগ উপজেলা প্রশাসনের।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী কৃষি জমিতে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। নদীর জায়গা দখল  ও আবাসিক এলাকা থেকে এক কিলোমিটার এবং ১০০ গজের ভিতরে যদি কোনো শিক্ষা প্রতিষ্টান থাকে, ইউনিয়ন বা গ্রামীণ সড়ক থেকে অন্তত আধা কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। কিন্তু আইনের তোয়াক্কা না করে প্রশাসনের নাকের টগায় চালিয়ে যাচ্ছে ইট ভাটা। 

 মঙ্গলবার (৩ ডিসেম্বর ) সরেজমিনে দেখা গেছে, এই ইটভাটার আশপাশে কমপক্ষে শতাধিক পরিবারের বসবাস। চারপাশে রয়েছে তিন ফসলি জমি। ভাটার পাশের জমিগুলোতে কৃষকরা কাটছে ধান। এছাড়াও রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন স্কুল, কলেজ ও শহরমুখী হাজারও মানুষের চলাচল।

স্থানীয়রা জানান, ভাটার অনুমোদন আছে কি না তা আমাদের জানা নেই। সকাল সন্ধ্যা ভাটার কালো ধোঁয়ার কারণে আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। কাউকে কিছু বলেও লাভ হয় না। এই এলাকার লোক ভাটাটি চালায়। তাই কষ্ট সহ্য করে থাকি।

এছাড়া ব্রিকস ফিল্ডে ইট তৈরীতে কাঠ পোড়ানো হচ্ছে। সরেজমিন ইটভাঁটার পাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য কাঠের টুকরো। এসব কাঠ মিল থেকেই কাঠ কিনে এনে ইট পোড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে। মৌসুমের ৬ মাসে ইট পোড়নোর কাজে প্রায় ৫ হাজার টনেরও বেশি কাঠ ব্যবহার করা হয় বলে জানান ইট তৈরীর কাজে শ্রমিকরা।

শ্রমিকরা জানান, শুধু কয়লা দিয়ে আগুন ভালোভাবে জ্বলে না, তাই ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহার করা হয়। কাঠ দিয়ে ইট পোড়ালে আগুন দাউ দাউ করে জ্বলে।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেন বলেন, যাদের লাইসেন্স আছে তারা ইটভাটা পরিচালনা করতে পারবে আর যাদের লাইসেন্স নাই তারা ইট ভাটা  পরিচালনা করতে পারবে না তাদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

মোঃ মুনির 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat