শায়েক আহমদ, কক্সবাজার প্রতিনিধি:
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার পৌরসভায় অবস্থিত আন্ নূর তাহফিজুল কোরআন মাদ্রাসায় নুহাশ উদ্দিন (১১) নামের এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগ উঠেছে অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ নুরুল আবছারের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায় যে, গত ২৩ মে সকাল আনুমানিক ৬:০০ ঘটিকার সময় মাদ্রাসা ছাত্র নুহাশের কাছে এসে বলে তোমার মা এসেছে বলে ডেকে উক্ত মাদ্রাসার নামাজের কক্ষের ভিতরে ক্লাস রুমের পাশের কক্ষে নিয়ে যায়। সে সময় আমার ছেলেটির পড়নে ছিলো পায়জামা এবং পাঞ্জাবি। অত্র মাদ্রাসার প্রধান নুরুল আবছারের পড়নে ছিলো লুঙ্গি এবং পাঞ্জাবি। তারপর অভিযুক্ত শিক্ষক তার বাম হাত দিয়ে ছেলেটির মুখ চেপে ধরে এবং ডান হাত দিয়ে পায়জামাটি খুলে ফেলে। এরপর রুমে থাকা খাটের উপর ফেলে ছেলেটির ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করেন বলে জানা যায়।
এই বলাৎকারের ঘটনায় ছেলেটির মা বাদী হয়ে সোনাইমুড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহার সূত্র এবং বাদীর লিখিত অভিযোগে জানা যায় যে, ছেলেটিকে বলাৎকারের পর এ ঘটনা যেন কাউকে না বলা হয় ছেলেটিকে বলে দেন প্রধান শিক্ষক নুরুল আবছার। আরও জানা যায় যদি উক্ত ঘটনা কাউকে বলে তাহলে ছেলেটিকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন অভিযুক্ত শিক্ষক।
খোঁজ নিয়ে জানা যায় উক্ত ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক নুরুল আবছার কক্সবাজার জেলার সদর থানাধীন পশ্চিম পোকখালী গ্রামের স্থায়ী বাসিন্দা মোস্তাক আহম্মদের ছেলে এবং সোনাইমুড়ীতে অবস্থিত আন নূর তাহফিজুল কোরআন মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বলাৎকারের ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে সে পলাতক রয়েছে।
এ জাতীয় আরো খবর..