মোঃ আনোয়ার হোসেন সাগর, চলনবিল প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে মো. মোক্তার হোসেন (৪৮) নামের এক ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে নারীদের অহরহ উক্তাত্ত ও কু- প্রস্তাব দেবার অভিযোগ উঠেছে। আর গত শনিবার গভীর রাতে ওই ইউপি সদস্য কর্তৃক ঘুমন্ত এক নারীর ঘরের খোলা জানালা দিয়ে শরীরের স্পর্সকাতর ¯স্থানে হাত দেবার অভিযোগ এনে তার বিরুদ্ধে তাড়াশ থানায় রবিবার দুপুরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারীর স্বামী। অভিযুক্ত ইউপি সদস্য মো. মোক্তার হোসেন উপজেলার মাধাইনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য ও মালশীন গ্রামের মো. আব্দুর রহমান মোল্লার ছেলে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম ইউপি সদস্য মো. মোক্তার হোসেনর বিরুদ্ধে নারীদের অহরহ উক্তাত্ত ও কু- প্রস্তাব দেবার লিখিত অভিযোগটি পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
আর ইউপি সদস্য মো. মোক্তার হোসেন তার বিরুদ্ধে করা ভুক্তভোগী নারী ও তার স্বামীর সকল অভিযোগ অস্বীকার করেছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ওই ইউপি সদস্য মা. মোক্তার হোসেন একই গ্রামের এক গৃহবধূর বাড়িতে আসে। এরপর ঘরের খোলা জানালা দিয়ে ওই নারী শরীরের স্পর্সকাতর ¯’স্থানে হাত দেয়। এতে ঘুমিয়ে থাকা ওই নারীর ঘুম ভেঙ্গে যায়। তখন শারীরিক উক্তাত্তের শিকার নারী কৌশলে স্বামীকে ঘুম থেকে জাগিয়ে ফের হাত দিলে স্বামী- স্ত্রী মিলে ইউপি সদস্য মো. মোক্তার হোসেনর একটি হাত টেনে ধরে চিৎকার দেয়। তখন পাড়া প্রতিবেশি লোকজন এগিয়ে এসে ইউপি সদস্যকে ধরে ফেলেন। আর বিষয়টি জানাজানি হলে ইউপি সদস্যের আত্মীয় আব্দুর রশীদ সকালে বিচার দেবার আশ্বাসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
কিন্তু সকাল থেক দুপুর পর্যন্ত ভুক্তভোগী নারীর অভিযোগের বিচার দেননি ইউপি সদস্যের আত্মীয় আব্দুর রশীদ। পরে বিচার পেয়ে না রবিবার দুপুরে ভুক্তভোগী নারীর স্বামী তাড়াশ থানার লিখিত অভিযোগ দায়ের করেন।
আর মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিলুর রহমান হাবিব জানান, রবিবার সকালে ইউপি সদস্য মো. মোক্তার হোসেনের ওয়ার্ডের লোকজন বিষয়টি আমাকে জানিয়েছেন। কিন্তু‘ আমি বাহিরে থাকায় ওনাদের জানিয়েছি রাতে বাড়ি ফিরে এসে বিষয়টি জেনে ব্যবস্থা নেব।
পাশাপাশি ইউপি সদস্য মোক্তার হোসেন কর্তৃক ও অহরহ উক্তাত্ত ও কু- প্রস্তাব পাওয়া ভুক্তভোগী নারী এবং নাম প্রকাশ না করার স্বার্থে ওই ওয়ার্ডের একাধিক নারী অভিযোগ করে বলেন, “মেম্বার মোক্তারের চরিত্রে দোষ আছে”।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম দৈনিক সোনালী কন্ঠ কে বলেন, ইউপি সদস্য মো. মোক্তার হোসেনর বিরুদ্ধে এক
নারীকে উক্তাত্ত ও কু- প্রস্তাব দেবার লিখিত অভিযোগ পেয়েছি। আর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..