ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় মৎস্যজীবিদের মাঝে জাল ও বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ মে) বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য বিভাগের বাস্তবায়নে দেশীয় মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০ জন মৎস্যজীবিদের মাঝে বৈধ্য জাল ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্যজীবীর বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১৬ জন মৎস্যজীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
এসময় উপস্থি ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা, দেশীয় প্রজাতির মাছ ও শামুক উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক আসলাম হোসেন শেখ, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।
এ জাতীয় আরো খবর..