সাঁথিয়া,পাবনা সংবাদদাতা: পৌর মেয়রের উদ্দ্যোগে ০৩ নং ওয়ার্ডের চমরপুর-গাগড়াখালী জলাশয়ের সকল কচুরিপানা স্বেচ্ছা-শ্রমের ভিত্তিতে অপসারন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল হতে বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা এ কাজে যুক্ত হন।
১৯৮৮ সালের বন্যার তিব্র স্রোতে সাঁথিয়া-বেড়া মহাসড়কের গাগড়াখালী ব্রিজটি স্রোতের বানে ভেঙ্গে যায় এবং এখানে একটি বৃহৎ খাদের সৃষ্টি করে। বর্তমানে প্রায় ছয় একর জমির এই খাদটি জলাশয়ে রুপ নিয়েছে যেটা কচুরিপানায় পরিপূর্ণ। এ জলাশয়ের দূর্গন্ধময় পানি আর মশার উপদ্রবে এলাকাবাসি অতিষ্ঠ। কচুরিপানা অপসারিত হলে দু-গ্রামের শত শত মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে।
মেয়র মাহবুবুল আলম বাচ্চু দৈনিক সোনালী কন্ঠকে জানান, স্বেচ্ছা-শ্রমের ভিত্তিতে নেতা-কর্মীরা এ জলাশয় অবমুক্ত করতে পারলে রাজস্ব বৃদ্ধি পাবে। মৎসখামার করে কিছু সংখক যুবকের কর্ম সংস্থানও সৃষ্টি করা যাবে। এছাড়া চমরপুর-গাগড়াখালীর শত শত মানুষের জলাশয়টি ব্যবহার্যের উপযোগী হয়ে উঠবে।
এ জাতীয় আরো খবর..