মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আরো একটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আটক জঙ্গিদের সঙ্গে নিয়ে মঙ্গলবার (১৫ আগস্ট) পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই আস্তানার সন্ধান পায় সিটিটিসি।
সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামানের নেতৃত্বে টানা ছয় ঘণ্টার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোয়াত, মৌলভীবাজার জেলা পুলিশ, কুলাউড়া থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের শতাধিক সদস্য ছিলেন।
অভিযানে জঙ্গিদের নতুন একটি আস্তানার সন্ধান মিলেছে বলে সিটিটিসি সূত্র নিশ্চিত করেছে। সেখানে কয়েকটি তাঁবু টাঙানো ছিল, জঙ্গল পরিষ্কার করে আরো কয়েকটি ঘর তৈরির প্রস্তুতিও চলছিল বলে জানা গেছে।
পূর্বের অভিযানে আটক জঙ্গি সদস্য জামিলের স্বীকারোক্তিতে কালা পাহাড়ের ছাতাচূড়া এলাকায় তাদের তৈরি নতুন আরেকটি জঙ্গি আস্তানার সন্ধান মেলে। এ সময় ওই আস্তানা থেকে পাঁচ-ছয় কেজি বিস্ফোরক দ্রব্য ও আস্তানার পাশে মাটির নিচের গর্ত থেকে ১৪ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া যায়।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘মঙ্গলবার নতুন আস্তানার সন্ধানে কালা পাহাড়ের ভেতরে অভিযান পরিচালনা করা হয়। টানা চার ঘণ্টা হেঁটে কালা পাহাড়ে গিয়ে নতুন একটি জঙ্গি আস্তানার সন্ধান পাই।’
এ জাতীয় আরো খবর..