×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৪
  • ৩১ বার পঠিত
ঢাকা থেকে নিখোঁজ সুবা নওগাঁয় উদ্ধার

সাইফুল ওয়াদুদ,ষ্টাফ রিপোর্টারঃ
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ ও র‌্যাব। এর আগে মঙ্গলবার ভোর রাতে মোমিন (২১) নামের এক ছেলের ওই মেয়েটিকে নিজ বাড়ি নওগাঁয় নিয়ে আসে।

মোমিনের বাড়ি পৌর শহরের আরজি-নওগাঁ মধ্যপাড়ায়। দিনমজুর পিতা বাবুর একমাত্র ছেলে সে। তারা এক ভাই এক বোন। মোমিন ঢাকায় কাপড়ের সেলসম্যান হিসেবে কাজ করতো। 


এদিন সন্ধ্যায় মোমিনের জরাজীর্ণ বাড়িতে গিয়ে দেখা যায় উৎসুক নারী পুরুষের ভীড়। আর বাড়িতে মা আছে। কিন্তু সে কোনো কথা বলতে নারাজ। ৮ম শ্রেণির ছাত্র এমডি রমজান জোর দিয়ে বলেন, মেয়ে নিজ থেকে এখানে এসেছে। মেয়ে যেতে চাচ্ছিল না। তারপরও ছেলের বাবা মা মেয়ের ইচ্ছের উপর ছেড়ে দিয়েছিলেন। কিন্তু মেয়ে যেতে চাচ্ছিল না।


এলাকার স্থানীয় নারী ও পুরুষ এক যোগে জানালেন, মোমিন দোষ করে থাকলে তার বিচার হোক। কিন্তু দিনমজুর পিতা বাবুকে ছেড়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।  উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদরর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।  

ওসি জানান, ঢাকা থেকে সুবা মিসিং হয়েছে এমন একটি তথ্য আমাদের কাছে ছিলো। সুবা নওগাঁ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় সুবার কথিত প্রেমিক মুমিন এর বাসায় অভিযান চালানো হয়। পরে মমিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করেন সুবা তাদের কাছে রয়েছে। এরপর মুমিনের পাশের বাড়ি থেকে সুবাসহ মুমিনকে আটক করে পুলিশ এবং র‌্যাব-৫। এরপর র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে তাদের দুজনকে নেওয়া হয়।

 

ওসি আরও জানান, প্রাথমিকভাবে  জিজ্ঞাসায় সুবা স্বীকার করে, টিকটকের সুবাদে তাদের দুজনের পরিচয় হয়। তবে এবিষয়ে যেহেতু আমাদের বেশি কিছু জানা নেই। পরবর্তীতে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদাদের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে। ওই ছেলের নাম মোমিন হোসেন। প্রেমঘটিত কারণে সুবা সেখানে গেছে। 


গেল সপ্তাহেই মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় আসে সুবার পরিবার। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আরাবি ইসলাম সুবা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তার নিখোঁজ সংবাদ। অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির খোঁজ চান।


জানা গেছে, বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। সম্প্রতি, জাতীয় ক্যানসার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সে জন্য ৪দিন আগে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়ের বাসায় ওঠেন সুবার পরিবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat