নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘হাশ মানি’ মামলায় হোয়াইট হাউসে অভিষেকের আগে ১০ দিনের কারাভোগ করতে হবে। নিউইয়র্কের বিচারক শুক্রবার ট্রাম্পের ১০ দিনের সাজা নির্ধারণ করেছেন। বিচারক বলেছেন, তিনি কারাগারের সময় আরোপ করতে ইচ্ছুক নন। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে অভিষেকের কথা রয়েছে।
নিউইয়র্ক থেকে এএফপি এই খবর জানায়।
বিচারক জুয়ান মার্চান বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী ১০ জানুয়ারি সাজা দেওয়ার সময় ট্রাম্প ব্যক্তিগতভাবে বা ভার্চুয়ালি হাজির হতে পারেন।
বিচারক মার্চান, নিউইয়র্কের জুরির দেওয়া ১৮ পৃষ্ঠার রায় বহাল রেখেছেন। এই রায় বাতিল করার জন্য ট্রাম্পের আইনজীবীদের বিভিন্ন প্রস্তাব বিচারক প্রত্যাখ্যান করেছেন।
বিচারক বলেছেন, ট্রাম্প কারাভোগের পরিবর্তে নিঃশর্তভাবে মামলা খারিজের দাবি জানিয়েছিলেন।
এই সাজা সত্ত্বেও ট্রাম্পকে একজন অপরাধীর তকমা মাথায় নিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করতে হবে।
ট্রাম্প সম্ভাব্য চার বছরের কারাদণ্ডের মুখোমুখি হয়েছিলেন, তবে বিচারক মার্চান সাবেক প্রেসিডেন্টকে কারাগারে পাঠাবেন বলে আইন বিশেষজ্ঞরা আশা করেননি।
বিচারক বলেছেন, প্রসিকিউটররাও বিশ্বাস করেন না যে, কারাভোগের মেয়াদ একটি ‘কার্যকর সুপারিশ।’
তবে ট্রাম্প তার সাজা যাতে বিলম্বিত হয় সেই জন্য আপিল করতে পারেন।
উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনের প্রাক্কালে ট্রাম্প পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এটি যৌন হয়রানির মামলা গোপন রাখার জন্য অর্থ প্রদান করেন।
এ জাতীয় আরো খবর..