×
সদ্য প্রাপ্ত:
রাজস্থলীতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গাইবান্ধায় জেলা ছাত্রদলের টি টেন ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ঠাকুরগাঁওয়ে শীতে মাঠঘাট শুষ্ক থাকায় পশুখাদ্যের সংকট চরমে মধ্যনগরে দুই কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কমলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত আমতলীতে ১৬ টি প্রতারণা মামলার আসামী ভন্ড দরবেশ ফারুক গ্রেপ্তার শাহজাদপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে কম্বল বিতরণ কমলগঞ্জে তীব্র শীতে কাপড়ের দোকানে বাড়ছে ভিড় সব সময়ই পত্র-পত্রিকা এমনকি টিভি চ্যালেনের শিরোনামে থাকে ব্রাহ্মণবাড়িয়ার সংর্ঘষের খবর আহত ২০ কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার চাদরে উত্তরবঙ্গ
  • প্রকাশিত : ২০২৪-১২-৩০
  • ৩১ বার পঠিত
মো: দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ পাবনা জেলার বিশিষ্ট কবি ও লেখক সাহিত্য সংগঠক সমাজ সংগঠক কবি তাঃ আব্দুল হালিম মাস্টার এর দ্বিতীয় মৃর্ত্যুবার্ষিকী  ৩১শে ডিসেম্বর ২০২৪ইং। কবি ডাঃ আঃ হালিম মাস্টার ১২ই নভেম্বর ১৯৫৮ইং পাবনা জেলার আটঘটিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফলিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করলেও শৈশব কেটেছে পারিপার্শ্বিক ও অবজ্ঞা অবহেলায় তুচ্ছ তাচ্ছিল্যে। তিনি শৈশবে প্রথম আজব ফুল নামে একটি কবিতা লিখে জনসম্মুখ্যে আসেন। কবি হিসাবে অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী হওয়ার প্রেক্ষিতে আঠার বছর বয়সে প্রথম তার স্কুলের হাতে খড়ি ঘটে। তিনি শিশু শ্রমেও অনেকটা সময় শৈশবে ব্যয় করেছেন। অভিজ্ঞতা লদ্ধ জীবনে তিনি কর্মের সন্ধানে দিগ্বিদিক ছুটেছেন সমান তালে। তিনি দেশের বিভিন্ন জেলা পরিভ্রমন করার পর পশ্চিম বঙ্গও ভ্রমন করেছেন। তিনি বাস্তব ও জীবন ঘনিষ্ঠ লেখার মাঝে নিজেকে মেলে ধরেছেন সর্বাত্মক ভাবে সবত্র সবখানে। তিনি ব্যক্তি জীবনে বহুমাত্রিক একজন সৃজনশীল মনের। মানুষ। তিনি হিড়িন্দা হালিমপুর হাট বাজার, হিড়িন্দা দাখিল মাদ্রাসা, হিড়িন্দা বাজার জামে মসজিদ, কচুগাড়ী বায়তুন নূর জামে মসজিদ, হিড়িন্দ। ঈদগাহ ময়দান সহ অনেক ধর্মীয় ও দাতব্য সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও সংগঠক ছিলেন। মনোয়ারা হালিম পাবলিক লাইব্রেরীর প্রধান উপদেষ্টা ও প্রজন্ম বিতর্ক সংসদ, স্বাধীন বাংলা বেতার শ্রোতা সংসদ, বাংলাদেশ কবিতা ফোরাম, সাহিত্য পত্রিকা "ঝংকার ও সজন" এর প্রধান সম্পাদক ছিলেন। আন্তর্জাতিক সাহিত্য সংগঠন "বাংলাদেশ কবিতা সংসদ" পাবনা, কবি সংসদ বাংলাদেশ, ঢাকা ও উত্তরণ সাহিত্য ও সাংস্কৃতি পরিষদ, পাবনার জীবন সদস্য। চলনবিল সাহিত্য কুটির, চলনবিল সাহিত্য সংসদ সহ অসংখ্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি হিড়িন্দা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন ও প্রথম অবসর প্রাপ্ত শিক্ষক। তিনি অসংখ্য কবিতা, গল্প ও ছড়া, গীতিকথা লিখেছেন। শতাধিক যৌথ কাব্য গ্রন্থে তার কবিতা প্রকাশিত হয়েছে। শতাধিক পত্র পত্রিকায় তার কবিতা প্রকাশিত অব্যাহত রয়েছে। তার একক কাব্য গ্রন্থ "স্মৃতির পাতা" ও "স্নাতির পাতা-২" প্রকাশিত হয়েছে। তিনি ব্যক্তিজীবনে শিক্ষকতার সঙ্গে (সরকারী প্রশিক্ষন প্রাপ্ত) পল্লী চিকিৎসক হিসেবে আমতা মানব সেবায় কর্মরত ছিলেন। তিনি সংসার জীবনে দুই পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। জৈষ্ঠপুত্র পাবনা জেলার বিশিষ্ট কবি ও চাটমোহর উপজেলার বিশিষ্ট সাংবাদিক-গবেষক এস এম মনিরুজ্জামান আকাশ সহ চার সন্তানই সাহিত্য চর্চা করেন। গত ৩১শে ডিসেম্বর ২০২২ইং "বাংলাদেশ কবিতা সংসদ ও আজিজুল হক সাহিত্য পরিষদ" এর উদ্যোগে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও পাবনা জেলার বিশিষ্ট কবি-সংগঠক, প্রখ্যাত আইনজ্ঞ পাবনা শহীদ আমিন উদ্দিন আইন কলেজের অধ্যক্ষ, পাবনা জেলা বার আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও অসহায়ের আইনজীবী খ্যাত অ্যাডভোকেট মোঃ আজিজুল হক এর জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে অবস্থানরত অবস্থায় বিকেল ৩:৩০ ঘটিকায় না ফেরার দেশে পাড়ি জমান। কবি ডাঃ আব্দুল হালিম স্মৃতি সাহিত্য সংসদের উদ্যোগে কর্মসূচী গ্রহন করা হয়েছে। আগামীকাল ৩১শে ডিসেম্বর কবির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দৈনিক সোনালী কণ্ঠের পক্ষ থেকে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিনম্র শ্রদ্ধা ও দোওয়া প্রার্থনা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat