গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে নাশকতা মামলায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা (৬৫)সহ মোট ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানাপুলিশ জানায়,গত আগষ্ট মাসে বিএনপির উপজেলা দলীয় অফিসে হামলা,ভাংচুর,আগুন ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারীকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বারী মোল্লা উপজেলার দাউদপুর গ্রামের মকিম উদ্দনের ছেলে।
এছাড়া একই রাতে আদালতের গ্রেফতারী পরোয়ানা মুলে উপজেলার রাতোয়াল গ্রামের আব্দুল হামিদের স্ত্রী পারভিন আক্তার এবং চকমুনু গ্রামের ফজেল আলীর ছেলে শাহীন আলীকে গ্রেফতার করা হয়েছে।
অপর দিকে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার আতাইকুলা উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন (৩২) ও ফারুক হোসেন (৩২) কে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়ছে। গ্রেফতার আনোয়ার হোসেন উপজেলার আতাইকুলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং ফারুক হোসেন চামটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুপুরেই মাদক মামলা রুজু করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারিকুল ইসলাম জানান,গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
গোলাম মোরশেদ
এ জাতীয় আরো খবর..