জাহিদ খান(কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা শহরটি ক্রমেই যানজটের করুণ চিত্রে পরিণত হচ্ছে। বিশেষ করে প্রধান সড়ক,বাস ষ্টান্ড,কলেজ মোড়, বাজার এলাকা, ও বিভিন্ন মোড়গুলোতে অপরিকল্পিত পার্কিংয়ের কারণে প্রতিনিয়তই যানজট লেগে থাকে। এই সমস্যার পেছনে প্রশাসনের অবহেলা ও যথাযথ পদক্ষেপের অভাবকে দায়ী করা হচ্ছে।
শহরের ব্যস্ততম এলাকাগুলোতে পণ্যবাহী ট্রাক, রিকশা, অটোবাইকসহ অন্যান্য যানবাহন যত্রতত্র পার্কিং করে রাখা হয়। ফলে পথচারীদের চলাচল এবং অন্যান্য যানবাহনের গমনাগমন বিঘ্নিত হয়। সবচেয়ে বড় সমস্যা দেখা যায় বাজারের ভেতর, যেখানে ব্যবসায়ীদের মালামাল আনলোড করার অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে থাকে।
নাগেশ্বরী কলেজ মোড়ের মোবাইল ব্যবসায়ী বাবুল সাহেব জানান,অসচেতন অটো চালক,মিশুক,রিক্সা,ভ্যান যত্রতত্র দাঁড়িয়ে থাকে।তাদের নিয়ন্ত্রণ করার কেউ নেই।যথাযথ কতৃপক্ষ কে ব্যবসায়ী মহল বারবার বলার পর ও কোনো পদক্ষেপ নেই।এর ফলে সার্বক্ষণিক জট ব্যবসায় বিরুপ প্রভাব পড়ছে। ট্রাফিক ব্যবস্থাপনা না থাকা জনসচেতনতা অভাব এই সমস্যাকে আরও জটিল করে তুলছে।এর সমাধান করতে চাইলে নাগেশ্বরী বাস ষ্টান্ডে ও কলেজ মোড়ে জরুরি স্থায়ী ট্রাফিক বক্স স্থাপন করা ছাড়া বিকল্প নেই।
এ অবস্থায় নাগরিক সমাজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। সুষ্ঠু পার্কিং ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এই সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় নাগেশ্বরীর জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়বে।
এ জাতীয় আরো খবর..