×
  • প্রকাশিত : ২০২৫-০২-১৫
  • ২৯ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ

ভারতের অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লু'র আতঙ্ক বাড়ছে। একের পর এক জেলায় এই ভাইরাসের সংক্রমণে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর প্রশাসন জানতে পেরেছে, রাজ‍্যের ৭টি গ্রামের মুরগির খামারে এই সংক্রমণ ছড়ায়। তার মধ‍্যে ৫টিকে ইতিমধ্যেই চিহ্নিত করে সংক্রমণ আটকাতে ব‍্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে প্রকাশ, এলুরু, এনটিআর, পশ্চিম গোদাবরীসহ বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই বার্ড ফ্লু'র সংক্রমণ ছড়িয়েছে। কুর্নুলে হাঁসের খামারে ধরা পড়েছে বার্ড ফ্লু'র সংক্রমণ। আবার পূর্ব গোদাবরীর কানুরুতে ৩টি খামারে ও এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। জেলার গামপালাগুড়েমে, পশ্চিম গোদাবরীর ভেলপুরু এবং এলুরু জেলার বাদামপুড়ির একটি করে খামারে এই সংক্রমণ ধরা পড়েছে। যেসব জায়গায় সংক্রমণ ধরা পড়ছে, সেই জায়গাগুলি চিহ্নিত করে " কনটেনমেন্ট জোন" ঘোষণা করা হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফে। ৫টি জায়গাকে " কনটেনমেন্ট জোন " হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। ওইসব এলাকার মুরগির মাংস বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ যাতে ভয়াবহ আকার নিতে না পারে। তার জন‍্য প্রশাসনিক আধিকারিকদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রকম উপসর্গ ধরা পড়ছে কি না, সে দিকেও নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত রাজ‍্যে প্রায় সাড়ে ৫ লক্ষ হাঁস এবং মুরগির মৃত্যু হয়েছে। দেড় লক্ষ মুরগির মেরে ফেলা হয়েছে। পড়শি রাজ‍্যে বার্ড ফ্লু'র সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে তেলেঙ্গানাতেও। অন্ধ্রপ্রদেশ থেকে মুরগির মাংস এবং মুরগির গাড়িগুলির প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ লাগোয়া এলাকাগুলিতে নজরদারি চালানো হচ্ছে। কোনও রকম যাতে পড়শি রাজ‍্য থেকে সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন‍্য প্রশাসনিক আধিকারিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat