×
  • প্রকাশিত : ২০২৫-০১-২৫
  • ৫২ বার পঠিত
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির আয়োজনে চুরি, কিশোর গ্যাং, সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৫ জানুয়ারী) বিকাল ৩ টায় সাতক্ষীরা সদর উপজেলাধীন পৌরসভার ৯নং ওয়ার্ডে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি মোঃ নুরুল হকের সভাপতিত্বে, ও সহ-সভাপতি অলোক তরফদার এবং অফিস তত্ত্বাবধায়ক ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবু তালেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি( তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, বিট অফিসার ও কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পিংকু মন্ডল, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এপিপি এডভোকেট আবুবক্কার সিদ্দিক, সাতক্ষীরা পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার শফিক-উদ-দৌল্লা সাগর, মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আনসারুজ্জামান।

সাতক্ষীরা সদর থানার তদন্ত ওসি শফিকুল ইসলাম  বক্তব্য বলেন, পুলিশের পক্ষে সকল অপরাধ বন্ধ করা সম্ভব না, সেক্ষেত্রে একযোগে সবাইকে এগিয়ে আসতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদেরকে এক ঘরে করে রাখতে হবে।


সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি সামিনুল হক  বলেন,  আপনাদের যেকোন সমস্যায় আমার থানার দরজা আপনাদের জন্য সব সময় খোলা। কোন ভয় বা সংকচের কারণ নেই। থানায় আপনারা সরাসরি গিয়ে সেবা গ্রহণ করতে পারেন। যেকোনো সমস্যায় আমি ও আমার অফিসাররা সব সময় পাশে আছি। সভায় সর্বসাধারণের সুবিধা অসুবিধা কথা শোনেন। সেই সাথে তিনি বিভিন্ন দিক নির্দেশনা মূলক সমাধান দেন। মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটিকে এলাকার প্রবেশ দ্বারে গেট লাগানো, সিসিটিভির আওতায় নিয়ে আসা এবং পাহারা বসানোর জন্য আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat