হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারে অবস্থিত তামিম পোষাক বিতানে দিন-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার ০৪ জানুয়ারী সকাল ১১টার দিকে দোকানের সিলিং কেটে এই চুরি সংঘটিত হয়।
কাপড়ে দোকানের কর্মচারিরা জানান, শনিবার সাপ্তাহিক ছুটির দিন। যে কারণে সকালের দিকে দোকান খোলা হয়নি। দুপুরে দোকানে এসে চুরির আলামত পাওয়া যায়। চোরেরা দোকানের সিলিং কেটে ঢুকে মূল্যবান পোষাক চুরি করে নিয়ে গেছে। এর মধ্যে ৪০টি শাড়ি ও লেহেঙ্গা, ২০টি আনরেডি পোষাক, ৩০টি থ্রিপিস ও ২০ বান্ডিল লুঙ্গি। এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকার বেশি।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা জানান, দিনের বেলায় এমন চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। এই চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার এবং বাজারে পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়িরা।
হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।
এ জাতীয় আরো খবর..