মোঃ রাফসান জানি, ভোলা
ভোলা জেলার ইলিশা লঞ্চঘাট থেকে ১০ কেজি গাঁজাসহ হৃদয় নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তাজীব ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাটে অভিযান চালানো হয়। লঞ্চের পল্টুন থেকে লাগেজ ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে ওঠার সময় হৃদয়কে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক হৃদয় ফেনী জেলার পশুরাম থানার মৃত লিটন মিয়ার ছেলে।
ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজীব ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয়কে ১০ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয়েছি
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাচনাইন পারভেজ জানান,
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর নির্দেশনায় ভোলা জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের ধারাবাহিকতায় ইলিশা তদন্ত কেন্দ্র ইনচার্জের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে ইলিশা ঘাটে একটি অভিযানে ১০ কেজি গাঁজা সহ আসামি আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
এ জাতীয় আরো খবর..