সুজন মাহমুদ
রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি৷
পটুয়াখালীর রাঙ্গাবালীর সমুদ্রগামী জেলেরা অভিযোগ তুলেছেন, সাগরে ট্রলিং বোটের মাধ্যমে নিষিদ্ধ ছোট ফাঁসের জাল ব্যবহার করায় মাছের পোনা ধ্বংস হচ্ছে। এর ফলে মাছের উৎপাদন হ্রাস পাওয়ায় সাধারণ জেলেরা মাছ না পেয়ে হতাশ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের আগুনমুখা নদীর তীরে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় সমুদ্রগামী শতাধিক জেলে অংশ নেন।
জেলেরা জানান, ট্রলিং বোট দিয়ে অবৈধ জাল ব্যবহার করায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা মারা যাচ্ছে। এতে ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে, যা সমুদ্রের মাছের ঘাটতির অন্যতম কারণ।
মানববন্ধনে অংশ নেওয়া জেলেদের একজন বলেন, “আমরা সারাদিন মাছ ধরার পরও পর্যাপ্ত মাছ পাই না। ট্রলিং বোটের কারণে আমাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আমাদের অবস্থা আরও খারাপ হবে।”
জেলেরা দাবি করেছেন, অবৈধ ট্রলিং বোট ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে প্রশাসন দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেবে।
এ জাতীয় আরো খবর..