×
সদ্য প্রাপ্ত:
মাধবপুরে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা জামালগঞ্জে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান কুমিল্লা দেবীদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের শেরপুর ৩০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন পটিয়া বাইপাস সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা বোয়ালখালী পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ বদলগাছী মহিলা ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়ম ফেনীতে পরীক্ষা দিতে এলে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ
  • প্রকাশিত : ২০২৪-১২-২৪
  • ১৪ বার পঠিত
মোঃ নাজমুল হুদা,বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি থেকে স্বর্ণ লঙ্কার ও টাকা চুরির ঘটনায় চোরচক্রের সদস্য মংহ্লাসিং মারমা(২০) প্রকাশ মনাইয়্যা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা দুইটায় পুলিশ সুপার কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার।

গ্রেফতারকৃত যুবক- বান্দরবান পৌরসভার  মধ্যম পাড়া এলাকায় মংবোয়াই মারমা"র ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় উজানী পাড়া এলাকায় ভুক্তভোগী মেথুইচিং মারমা"র বাড়ি  থেকে সাত ভরি স্বর্ণলঙ্কাসহ নগদ সাড়ে ৬৩ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় যুবকটি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে যুবকটিকে সনাক্ত করে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি"র ফুটেজ সনাক্ত করে অভিযান চালিয়ে মারমা বাজার থেকে চোরচক্রের সদস্য  যুবকটিকে গ্রেফতার করে ।

পুলিশ আরো জানায়, প্রথমিক জিজ্ঞাসাবাদে আসামী চুরি ঘটনা কথা স্বীকার করেছে । জিজ্ঞাসাবাদ শেষে  স্বীকার উক্তি অনুযায়ী  তার কাছ থেকে নগদ অর্থ সাড়ে ৬৩ হাজার টাকা, একটি স্মার্ট মোবাইল ফোন ও সাত ভরি সাত আনা স্বর্ণলঙ্কার যার অর্থ পরিমান সাড়ে ৯ লক্ষ টাকার সমমূল্যের চুরিকরা মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, অভিযান চালিয়ে বাসা বাড়িতে চুরি ঘটনায় চোরচক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে,তার তথ্যের ভিত্তিতে স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে । তাছাড়া শহরে মোটর সাইকেল চুরির ঘটনার সাথেও সে জড়িত বলে জানা গেছে।  আসামীকে আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদে জন্য রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।


সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোঃ রায়হান কাজেমী, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ, ডিবি ওসি  কামরুল আজম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে  ২৭ নভেম্বর বুধবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুর্গম ধোপাছড়ি এলাকা থেকে মোটর সাইকেল চোর চিংসামং প্রু কে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৩টি মোবাইল ও ৭টি মোবাইল সিম জব্দ করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat