তৌহিদ মন্ডল
সাংবাদিক ও লেখক
শীতের সকালে মিষ্টি রোদ বড়ই ভালো লাগে।
কুয়াশা ভরা শীতের সকালের চাদর জড়িয়ে গায়ে।
কনকনে শীতে শিশির ভেজা গ্রাম বাংলার মাঠে- ঘাটে। চিৎকার করে ডাকছে ভরে খেজুরের রস খাবে।
শীতের সকালে খেজুর রস খেতে কতই না ভালো লাগে।
শীতের আমে যে পিঠার উৎসবে বাড়ি ঘরে কলরব
স্বজন ভরা ,শীতের দিনে ভালোবাসাই মেতে উঠেছে সব ।
শীতের হিমেল বইছে মনে ফুলে ফলে সব ভরা ।
শস্য শ্যামল সোনার মাটি শীতকালীন ফসল সেরা ।
শীতের শীতল অনুভবে যেন মনে
লেগেছে দোলা ।
শীতের মৌসুমে সকলকে জানাই গরম গরম উষ্ণ ভালবাসা।
এ জাতীয় আরো খবর..