মোঃ নাজমুল হুদা,বান্দরবান দ. প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী হেড়ম্যান চাক পাড়ার মংছাদো চাকের পুত্র হ্লাথোয়াইগ্য চাকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে।
গৃহ কর্তা হ্লাথোয়াইগ্য চাক জানান, ঘরে তালা লাগিয়ে পাশে কৃষি কাজ করার জন্য স্বামী স্ত্রী দুইজনে বাহিরে ছিলেন। দুপুরে বাড়িতে এসে দেখে তার বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে আসলে ও আগুন নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ায় নিভানো সম্ভব হয়নি। তাছাড়া বসতঘরের কোন মালামাল ও বের করা যায়নি এবং বাড়িতে রক্ষিত মালামাল ছাড়া ও নগদ টাকা, ভোটার আইডি কার্ড, নিজেদের জন্ম সনদ, সন্তানদের জন্মসনদ এবং মুল্যবান কাগজ পত্র পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষতির পরিমাণ ৮ লক্ষাধিক টাকা হবে।
স্থানীয় ভাষ্য অনুযায়ী রান্নাঘরে গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, ঘটনাস্থল দুর্গম পাহাড়ী এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছতে একটু বিলম্ব হয়। তবে ক্ষতির পরিমাণ নির্ণয় করে সহায়তা প্রদান করা হবে।