×
সদ্য প্রাপ্ত:
মাধবপুরে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা জামালগঞ্জে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সম্মাননা প্রদান কুমিল্লা দেবীদ্বারে বালু বোঝাই ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের শেরপুর ৩০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন পটিয়া বাইপাস সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা বোয়ালখালী পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ বদলগাছী মহিলা ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়ম ফেনীতে পরীক্ষা দিতে এলে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ
  • প্রকাশিত : ২০২৪-১২-১৫
  • ৩৬ বার পঠিত
অনুপ তালুকদার মধ্যনগর উপজেলা প্রতিনিধি ;
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ পুনর্নির্মাণ ও মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পগুলোর কাজ শুরু হয়।

সকাল সাড়ে ১১টায় মধ্যনগর উপজেলার রুই বিল হাওরের ৩৩ নম্বর প্রকল্পের কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নুর আলম, পিআইসির সভাপতি গোপাল চন্দ্র সরকার এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

দুপুর ২টায় ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার হাওরের ৫৮ নম্বর প্রকল্পের কাজ উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন। এতে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং স্থানীয় পিআইসি সদস্যরা উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, ধর্মপাশা উপজেলার ৮৬টি প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৯ কোটি ১৫ লাখ টাকা এবং মধ্যনগরের ৩৪টি প্রকল্পের জন্য বরাদ্দ ৭ কোটি ২৮ লাখ টাকা। বর্তমানে ধর্মপাশায় ৭৫টি এবং মধ্যনগরে ২৪টি পিআইসি গঠন সম্পন্ন হয়েছে। বাকি পিআইসি দ্রুত গঠন করার কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানান, আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের আওতায় চন্দ্র সোনার থাল, রুই বিল, সোনামড়লসহ নয়টি হাওরের বাঁধ মেরামত ও পুনর্নির্মাণ করা হবে।

এই প্রকল্প বাস্তবায়ন হাওরের বোরো ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat