এম সাহাবউদ্দিন সাবু
বরগুনা প্রতিনিধিঃ
অদ্য ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়,বরগুনাতে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শফিউল আলম ।এছাড়া পুলিশ সুপারসহ অন্যান্য সরকারি দপ্তর প্রধানগণ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ছাত্র প্রতিনিধি,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।সভায় সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ১৪ ডিসেম্বর দেশের প্রথিতযশা ও খ্যাতনামা বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল যা আমাদের ইতিহাসে এক মর্মস্পর্শী বেদনার স্মৃতি ধারণ করে। তিনি শহিদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেন যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত হবে ।দিবসটি উপলক্ষ্যে বরগুনার মসজিদ,মন্দির,গির্জা,প্যাগোডাসহ সকল উপাসনালয়ে শহিদ বুদ্ধিজীবীদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
এ জাতীয় আরো খবর..