মো:এমদাদুল হক, স্টাফ রিপোর্টার:
আজ ১০ ডিসেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সকাল ১০টায় জামালপুর জেলা বি এন পির দলীয় কার্যালয়ের সামনে থেকে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার উদ্যোগে যথাযথ মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এবারের স্লোগান আমাদের অঙ্গীকার, আমাদের ভবিষ্যত এখনই।
জামালপুর জেলা বি এনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য রেলি শুরু হয়ে জামালপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। রেলি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা' জামালপুর জেলা শাখার সভাপতি ও সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক মো: খোরশেদ আলম, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা'র' সহ-সভাপতি মো: হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো: মনোয়ার হোসেন মুক্তা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা'র সাংগঠনিক সম্পাদক ডা: মো: রেজাউল করিম হীরা, জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য মো: ইউসুফ আলী, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা' সদর থানা কমিটির সভাপতি মো: রাশেদীন আবেদীন খোকন, সহ-সভাপতি মো: আলাউদ্দিন আলাল, সাধারণ সম্পাদক মো: আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো: সুলতান আহমেদ, রাজু আহম্মেদ, লাইভলিহোড অফিসার, পারি-M4L প্রকল্প জামালপুর, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার কর্মী মো: এমদাদুল হক প্রমুখ।
এ জাতীয় আরো খবর..