×
সদ্য প্রাপ্ত:
কালীগঞ্জে আইন সহায়তা নিয়ে নেটওয়ার্কিং সভা নাগেশ্বরীতে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা-২০২৪-২৫ অনুষ্ঠিত শেরপুরে জনবস্তিতে চালকলে দূষিত হচ্ছে পরিবেশ, বিপাকে গ্রামবাসী, প্রশাসন নিরব মহিপুরে ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া প্রদর্শনী দেশের বিতর্কিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়িয়েছে এনবিআর জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সদস্য এসআই ফয়সালের ‘অসদাচরণ’ কনস্টাসকে ‘ধাক্কা’ দিয়ে সমালোচনায় কোহলি, পেতে পারেন শাস্তিও নতুন পরিচয়ে রিচি সোলায়মান যে কারণে প্রায় ৭ লাখ গাড়ি ফিরিয়ে নিলো টেসলা
  • প্রকাশিত : ২০২৪-১২-১০
  • ১৩ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা এবং দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, জনসচেতনতামূলক মানববন্ধন এবং দিবসের প্রতিপাদ্যের আলোকে আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা এবং দুর্নীতি দমন কমিশনের পতাকা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার, পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান, জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইসমাইল হোসেন, দুপ্রক সভাপতি শাহ মোঃ আলমগীর খান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধন করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান। জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন জেলা দুপ্রক সভাপতি শাহ মোঃ আলমগীর খান। স্বাগত বক্তব্য রাখেন জেলা দুপ্রক সাধারণ সম্পাদক আলী আকবর মাছুম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ জেলা মোঃ কায়সার আলম, সনাক সভাপতি অধ্যাপক নিখিল রায়। অনুষ্ঠান পরিচালনা করেন মাহতাব সোহেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেন নীতি বিরোধী কাজ হচ্ছে দুর্নীতি। তিনি বলেন দুর্নীতি রোধে রাষ্ট্রের সিস্টেম পরিবর্তন করা প্রয়োজন। তিনি বলেন বর্তমান সময়ের তারুণের দেখানো স্বপ্ন বাস্তবায়নে সকলকে সমন্বিতভাবে দুর্নীতিমুক্ত পরিবেশে সৃষ্টিতে এগিয়ে আসতে হবে। তিনি দুর্নীতি রোধে সম্মিলিতভাবে সচেতনামূলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে। তিনি নতুন করে বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে নিজ দায়িত্বে দুর্নীতি মুক্ত থাকতে হবে। তিনি দুর্নীতি বিরোধী কার্যক্রমে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

আলোচনা সভার সভাপতি জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইসমাইল হোসেন বলেন গত ছয় মাসে কুমিল্লায় দুর্নীতি দমন আদালতে ১৭টি মামলার রায় হয়েছে। রায়ে ১৫জন আসামীর সাজা হয়েছে এবং ২ জন খালাস পেয়েছেন। তিনি জানান বর্তমানে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১৪টি দুর্নীতির মামলা তদন্তাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat