×
সদ্য প্রাপ্ত:
কালীগঞ্জে আইন সহায়তা নিয়ে নেটওয়ার্কিং সভা নাগেশ্বরীতে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা-২০২৪-২৫ অনুষ্ঠিত শেরপুরে জনবস্তিতে চালকলে দূষিত হচ্ছে পরিবেশ, বিপাকে গ্রামবাসী, প্রশাসন নিরব মহিপুরে ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া প্রদর্শনী দেশের বিতর্কিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের ৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়িয়েছে এনবিআর জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সদস্য এসআই ফয়সালের ‘অসদাচরণ’ কনস্টাসকে ‘ধাক্কা’ দিয়ে সমালোচনায় কোহলি, পেতে পারেন শাস্তিও নতুন পরিচয়ে রিচি সোলায়মান যে কারণে প্রায় ৭ লাখ গাড়ি ফিরিয়ে নিলো টেসলা
  • প্রকাশিত : ২০২৪-১২-১০
  • ২২ বার পঠিত
মাসুদ রানা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দৈনিক কালবেলার প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদ ও একই উপজেলার দৈনিক নয়াদিগন্তের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের উপর হামলার প্রতিবাদে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সোনারগাঁওয়ের সাংবাদিকরা।  

মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১১ টার দিকে সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তার পূর্ব পাশে সোনারগাঁওয়ের সকল সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন হয়। 

দৈনিক কালবেলা'র সোনারগাঁও প্রতিনিধি রুবেল মিয়ার সঞ্চালনায় ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে সোনারগাঁওয়ে কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের কর্মীরা এখনো দেশে সবচেয়ে নিরাপত্তাহীনতার মাঝে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যত সাংবাদিকের ওপর হামলা, নির্যাতন, জুলুম, খুন আর মিথ্যা মামলা হয়েছে তার একটি ঘটনারো দৃশ্যত কোন শাস্তি হয়নি। আর তাই সে ঘটনাগুলোতে অপরাধীদের মাঝে সাহসের সঞ্চার হওয়ায় দেশে সাংবাদিক নির্যাতন বেড়েই চলছে। দেশে এ যাবৎকালে যথ সরকার ক্ষমতায় আসীন হয়েছেন সব সরকারই সাংবাদিক নির্যাতন, হত্যা ও গুমের দৃষ্টান্তমুলক শাস্তি প্রাদানে কাজ করছে নামক মুলা ঝুলিয়ে তাদের স্বার্থ চরিতার্থ করেছেন। 

বর্তমানে অন্তবর্তীকালীণ সরকার দেশে সংস্কারের যে ধামাঢোল পেটাচ্ছে সেখানে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টিও স্থান পাবে বলে সাংবাদিক সমাজ বিশ্বাস করে। 

তারা বলেন, পুরো দেশের মধ্যে নারায়ণগঞ্জের সাংবাদিকরা আজ অনেক বেশি নিরাপত্তানহীনতায় ভুগছে জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, সন্ত্রাসীদের কুকর্ম তুলে ধরে সংবাদ প্রকাশ করায় গত ১৭ নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা করে। এছাড়া তাকে হত্যার উদ্দেশ্যে গত ১ ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলি করে। অপরদিকে, গত ২৯ নভেম্বর দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat