×
সদ্য প্রাপ্ত:
আওয়ামী লীগ মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলেছে -অধ্যক্ষ মাওলানা শাহজাহান আল মাদানী বান্দরবানে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত ছাত্রশিবিরের শতভাগ সদস্য মাদকমুক্ত: কেন্দ্রীয় সেক্রেটারি জাহিদুল ইসলাম আমাদের জ্ঞানের মাধ্যম হচ্ছে বই ময়মনসিংহ বিভাগীয় বইমেলা'র সমাপনীতে বিভাগীয় কমিশনার খুলনায় চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ চলচ্চিত্র সংস্কৃতির আরো একটি নতুন রূপ- ময়মনসিংহে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আমতলীতে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা হোমনায় বিকাশ ব্যবসায়ীকে মারধর করে ৫ লক্ষাধিক টাকা ছিনতাই কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী নাগেশ্বরী সরকারি কলেজের প্রবেশ রাস্তার বেহাল দশা দেওয়ানগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ৬০ বার পঠিত
রাশিয়ার সীমান্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী মস্কোতে একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন। আবারো মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগায় ড্রোন দিয়ে সন্ত্রাসী হামলা ব্যর্থ করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

বুধবার রাতে মস্কো থেকে ২শ কিলোমিটারেরও কম দূরত্বে কালুগা অঞ্চলে ছয়টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রুশ সেনারা। এ ধরনের হামলা রাজধানী মস্কোতেও চালানো হয়েছিল।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, তারা কালুগায় ‘ড্রোন দিয়ে একটি সন্ত্রাসী হামলা’ ব্যর্থ করে দিয়েছে।

আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ শাপশা টেলিগ্রামে বলেছেন, বুধবার রাতে মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগা অঞ্চল অতিক্রম করার চেষ্টাকালে ছয়টি ড্রোনকে বিমান-বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে এতে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

রোববারের হামলার পর মঙ্গলবার গভীর রাতে রাশিয়া কর্তৃক ভূপাতিত একটি ইউক্রেনীয় ড্রোন মস্কোর একটি অফিস টাওয়ারে আঘাত হানে। এছাড়া অন্যান্য একাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছিল। 
মঙ্গলবার রাত ৩টা ৪০ মিনিটের টেলিগ্রাম পোস্টে মস্কোর মেয়র সের্গেই সোবিয়াানিন বলেন, মস্কোতে যাওয়ার সময় বেশ কয়েকটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি করে ভূপাতিত করেছে। একটি (ড্রোন) গতবারের মতো (মস্কো) সিটিতে একই টাওয়ারে উড়ে গিয়ে পড়ে। ভবনটির ২১ তলার সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো তথ্য নেই, জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে। 

বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, মস্কো অঞ্চলের ওডিনসোভো এবং নারোফোমিনস্ক জেলার ভূখণ্ডে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। আরেকটি ড্রোন ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে দমন করা হয়েছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে মস্কো-শহরের অনাবাসিক ভবনে বিধ্বস্ত হয়েছিল। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, রাতে কৃষ্ণসাগরে মস্কোর টহল নৌযান লক্ষ্য করেও দফায় দফায় ড্রোন হামলা চালায় ইউক্রেন। তবে সব ড্রোন হামলাই প্রতিহত করা হয়েছে। সেখানে তিনটি শত্রু নৌযান গুলি করে ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্ধিত ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহর ঘাঁটি সেভাস্তোপলের ৩৪০ কিলোমিটার (২১০ মাইল) দক্ষিণ-পশ্চিমে নৌযানগুলো এ ড্রোন হামলার শিকার হয়। এএফপি, রয়টার্স, তাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat