×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে গ্রেফতার ১ পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই স্লোগানে রাজশাহীতে গণসংহতি আন্দোলন বরগুনায় ট্রাফির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু অনুমোদন ছাড়াই ৫ বছর ধরে চলছে মেসার্স শানু ব্রিকস নামে ইটভাটা নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ কাল ডোনাল্ড ট্রাম্পের ঘুষ প্রদান মামলার রায় স্থগিত সেবার ব্রতে চাকরি’ এই শ্লোগানে শেরপুর জেলার টিআরসি পদে নিয়োগ লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বরগুনায় সিঁধ কেটে নারীকে হত্যা মানিকগঞ্জে ৭১’র তেরশ্রী গণহত্যা দিবস পালন
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ৪৯ বার পঠিত
নিলামে তোলা হল গায়িকা ও র‌্যাপার কার্ডি বি’র সেই ছুড়ে ফেলা মাইক। ইতিমধ্যেই প্রায় এক লক্ষ ডলারের কাছাকাছি দাম উঠেছে এটির!

জানা গেছে, দাতব্য উদ্দেশ্যে নিলামের জন্য তোলা হয়েছে মাইকটি। স্কট ফিশার ইবে’তে কিছু পণ্যদ্রব্য তালিকাভুক্ত করেছেন যার আয় দুটি দাতব্য সংস্থার মাঝে ভাগ করে দেওয়া হবে। সংস্থা দুটি হচ্ছে ফ্রেন্ডশিপ সার্কেল লাস ভেগাস এবং ওয়াউন্ডেড ওয়ারিয়র প্রজেক্ট।

নিলামে অন্যান্য পন্যদ্রব্যের সঙ্গে কার্ডি বি’র মাইকটিও তোলা হয়েছে যেটি তিনি ক্ষোভবশত এক শ্রোতার দিকে ছুঁড়ে মেরেছিলেন। সম্প্রতি একটি কনসার্ট চলাকালীন এক ব্যক্তি কার্ডির গায়ে পানীয় ছুড়ে মারেন। কার্ডিও মুহূর্তের মধ্যেই নিজের হাতের মাইক্রোফোন ছুড়ে মারেন সেই ব্যক্তির দিকে। ঘটনার আকস্মিকতায় চমকে যান উপস্থিত সকলে।

 অডিও কোম্পানি ‘দ্য ওয়েভ’-এর প্রধান গণমাধ্যম টিএমজেডকে বলেছেন যে তিনি ভাল কিছু করার চেষ্টা করতে চান। তিনি বলেন, “আমার কাছে কার্ডি বি’র সেই মাইকটি আছে যা তিনি একজনকে উচিত শিক্ষা দিতে ছুফে মেরেছিলেন। মানুষের কাছ থেকে উৎসাহ পাওয়ার পর আমি এটিকে নিলাম করার সিদ্ধান্ত নিয়েছি এবং এর লাভের পুরোটাই দুটি দাতব্য সংস্থার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে৷ একটি স্থানীয় দাতব্য সংস্থা ফ্রেন্ডশিপ সার্কেল লাস ভেগাস। অন্যটি হল ওয়াউন্ডেড ওয়ারিয়র প্রজেক্ট।

তিনি আরো জানান, নিলামে মাইক্রোফোনটির বর্তমান বিড ৫০০ ডলার থেকে শুরু করার পরে এখন ৯৪ হাজার ৬০০ ডলারে দাঁড়িয়েছে। ৮ আগস্ট নিলামের শেষ তারিখ।

সম্প্রতি একটি কনসার্টে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন কার্ডি বি। মঞ্চে তার হিট গান বোদাক ইয়েলোতে পারফর্ম করছিলেন গায়িকা। গান গাইতে গাইতে কনসার্টের এক কর্নারে আসেন কার্ডি বি।

সেখানেই নিচে উল্লাসরত এক শ্রোতা হাতের পানীয় ছুড়ে মারেন গায়িকার দিকে। সেই পানীয় গায়িকার শরীরে এবং মুখে ছিটকে পড়ে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের হাতের মাইক্রোফোন সেই লোকের দিকে ছুড়ে মারেন গায়িকা। সঙ্গে সঙ্গে নিচে দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মীরা ছুটে গিয়ে সেই ব্যক্তিসহ তার সঙ্গীদের গায়িকার মঞ্চ থেকে বের করে নিয়ে যান। কার্ডি বি’র ভিডিওটি ইন্টারনেটে বেশ ভাইরাল হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat