মুক্তির অনুমতি পেল চলচ্চিত্র ‘ময়না’। আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন তরুণ নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ। সিনেমাটিতে ময়না চরিত্রে অভিনয় করেন রাজ রিপা। সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেল সম্প্রতি।
গত বছরের শেষ দিকে ‘হিরো হিরো’ শিরোনামের একটি গানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে শেষ হয় জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘ময়না’র শুটিং। যে গানটিতে পারফরম করেছেন রাজ রিপা ও আফফান মিতুল।
পাঁচজন নায়ককে ঘিরে ময়নার জীবনসংগ্রাম চিত্রিত হয়েছে এই সিনেমায়। আফফান মিতুল ছাড়াও আরো চারজন নায়ক হিসেবে অভিনয় করেছেন কায়েস আরজু, আমান রেজা, শিশির ও জিলানী।
সিনেমাটি নিয়ে আফফান মিতুল বলেন, ‘এই চরিত্রটিতে অভিনয় করার জন্য গিটার বাজানো শিখেছি। রকস্টারের গেটআপ আনতে নিজের লুকে নানা পরিবর্তন এনেছি। ওজন কমাতে হয়েছে, এমনকি একটি দৃশ্যের প্রয়োজনে ময়লা-আবর্জনাযুক্ত ডোবায় নামতে হয়েছে। সাইকোর মতো গিটার বাজাতে বাজাতে একটি দৃশ্যের শুটিংয়ে আমার দুটি আঙুল বেয়ে রক্ত ঝরেছে সত্যি সত্যিই।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মোমেনা চৌধুরী, শিশির সরদার, সূচনা শিকদার, কাদেরী, সিমান্ত, আনোয়ারসহ অনেকেই।
আসছে সেপ্টেম্বর থেকে আফফান মিতুল অভিনয় করবেন ‘জনম জনম’ সিনেমা খ্যাত নির্মাতা আউয়াল চৌধুরীর ‘আগুনের পাখি’ সিনেমায়। এই সিনেমায় মিতুল জুটি বাঁধছেন লাবণ্য চৌধুরীর বিপরীতে। চিত্রনায়ক আফফান মিতুল চুক্তিবদ্ধ হয়েছেন আরো এক ডজন সিনেমায়। ধীমন বড়ুয়া পরিচালিত ‘পদ্মাবতী’, সবুজ খানের ‘বেহুলা’, আলী জুলফিকার জাহেদীর ‘সুইং’, জাহিদ হোসেনের ‘হুর’ শিরোনামের সিনেমাগুলোর শুটিংয়ে এ বছরই অংশ নেবেন আফফান মিতুল।
ব্যস, শুধু সিনেমা নিয়েই সামনের দিনগুলো পার করতে চান আফফান।
এ জাতীয় আরো খবর..