×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে গ্রেফতার ১ পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই স্লোগানে রাজশাহীতে গণসংহতি আন্দোলন বরগুনায় ট্রাফির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু অনুমোদন ছাড়াই ৫ বছর ধরে চলছে মেসার্স শানু ব্রিকস নামে ইটভাটা নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ কাল ডোনাল্ড ট্রাম্পের ঘুষ প্রদান মামলার রায় স্থগিত সেবার ব্রতে চাকরি’ এই শ্লোগানে শেরপুর জেলার টিআরসি পদে নিয়োগ লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বরগুনায় সিঁধ কেটে নারীকে হত্যা মানিকগঞ্জে ৭১’র তেরশ্রী গণহত্যা দিবস পালন
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ২০৬ বার পঠিত
শাহরুখ খানের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন ওয়ালুসচা ডিসুজা। ছবির নাম ‘ফ্যান’। বক্স অফিসে ছবিটি সেভাবে সাড়া ফেলতে পারেনি। সম্প্রতি ফিল্মি বিট ওয়েবসাইটকে এক সাক্ষাৎকারে ‘ফ্যান’ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘এ ছবির অসফলতা আমার হৃদয়ই শুধু ভেঙে দেয়নি, ক্যারিয়ারকেও প্রভাবিত করেছে। কোনো ছবি সাফল্য না পেলে শুধু সেটিই যে আর্থিক ক্ষতির মুখে পড়ে, তা নয়, অভিনয়শিল্পীদেরও কপাল পোড়ে!’

তবে ধীরে ধীরে সেই ধাক্কা কাটিয়ে উঠেছেন ওয়ালুসচা। তিনি মনে করেন, এ ক্ষেত্রে তাঁর ক্যারিয়ারে অনেক বড় একট ভূমিকা পালন করছে ওটিটি। এখন ওটিটিতে একের পর এক দাপুটে সব চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে।

সম্প্রতি জিও সিনেমায় ‘ক্র্যাকডাউন টু’তে তাঁকে দেখা গেছে। এখানে তাঁর অভিনয় বেশ প্রশংসিতও হয়েছে। ওটিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘ওটিটিতে অভিষেকের আগে কেউ আমাকে সে রকম পাত্তা দিত না।

কেউ দ্বিতীয়বার সুযোগ দিতে প্রস্তুত ছিল না। অবস্থা যে বদলেছে, সে জন্য আমি ‘ক্র্যাকডাউন’ সিরিজের পরিচালক অপূর্ব লাখিয়ার কাছে কৃতজ্ঞ। তিনি আমার প্রতি আস্থা রেখেছিলেন। এরপর এখন অনেক বেশি সুযোগ পাচ্ছি। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। সিরিজটির দ্বিতীয় সিজন থেকে আরও বেশি সাড়া পেয়েছি।’

ওয়ালুসচা ডিসুজা বৈচিত্র্যের খোঁজে থাকেন সব সময়। তবে এর মধ্যেও পছন্দের চরিত্র আছে। তিনি বলেন, ‘এমন এক চরিত্রে অভিনয় করতে চাই, যেখানে কৌতুকশিল্পী হিসেবে কাজ করতে পারব। জানি না কে সুযোগ দেবে! আমি নিশ্চিত, এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে।’

ওয়ালুসচা ডিসুজা আরও বলেন, ‘আমি কনটেন্টধর্মী ছবির অংশ হতে চাই। সব সময় ব্যতিক্রম ছবিতে কাজ করতে চেয়েছি। তাই তানাভ সিরিজে “জয়নাব রিয়াজ” চরিত্রটি দারুণ উপভোগ করেছি। আমি সব সময় সঞ্জয় লীলা বানসালির ছবিতে কাজ করতে চেয়েছি। তাঁর সঙ্গে কাজের সুযোগ পেলে স্বপ্ন পূরণ হবে। বানসালির ছবি দেখে বড় হয়ে ওঠা। তাঁর “দেবদাস” আমি ১৫ বারের বেশি দেখেছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat