অস্ট্রেলিয়ায় প্রাক্তন এক শিশু পরিচর্যা কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। ২০০৭ থেকে ২০২২ সালের মধ্যে এক হাজার ৬২৩টি শিশু নির্যাতনের অপরাধে অভিযুক্ত করা হয়েছে তাকে। ৯১টি শিশুর ওপর তিনি এই নির্যাতন চালান। দেশটির ফেডারেল পুলিশ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।
৪৫ বছর বয়সী এই ব্যক্তি ২০২২ সালের আগস্ট থেকে কুইন্সল্যান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন। শিশু নির্যাতনের নানা উপাদান তৈরির জন্য তখন প্রাথমিকভাবে তাকে গ্রেপ্তার এবং অভিযুক্ত করেছিল পুলিশ।
পুলিশ জানায়, গত বছর গ্রেপ্তার হওয়ার পর থেকে তার বিরুদ্ধে আরো তদন্ত চালানো হয়। এরপরেই ওই ব্যক্তির মালিকানাধীন আরো শিশু নির্যাতনের উপাদান পাওয়া যায়।
নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশের সহকারী কমিশনার মাইকেল ফিটজেরাল্ড একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এটি সবচেয়ে ভয়ঙ্কর শিশু নির্যাতনের ঘটনাগুলোর মধ্যে একটি। আমার ৪০ বছরের চাকরিজীবনে এমন ঘটনা দেখিনি। এই ব্যক্তি শিশুদের সঙ্গে কী করেছে, তা সবার কল্পনার বাইরে।’
পুলিশ জানিয়েছে, ২০০৭ থেকে ২০১৩ এবং ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ব্রিসবেনে ১০টি শিশু পরিচর্যা কেন্দ্রে কাজ করেছেন তিনি।
২০১৩ এবং ২০১৪ সালে একটি বিদেশি শিশু পরিচর্যা কেন্দ্র এবং ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে সিডনিতে অন্য একটি কেন্দ্রে কাজ করার সময় তিনি তার ফোন এবং ক্যামেরায় এই অপকর্মগুলোর ভিডিও ধারণ করেন।
অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ১৩৬টি ধর্ষণ এবং ১০ বছরের কম বয়সী এক শিশুর সঙ্গে ১১০টি যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। নির্যাতনের শিকার বেশির ভাগ শিশুই মেয়ে শিশু ছিল। বর্তমানে তাদের বয়স ১৮ বছরের বেশি। আগামী ২১ আগস্ট মামলাটি আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে।
সূত্র : এনডিটিভি, আলজাজিরা
এ জাতীয় আরো খবর..