পটুয়াখালী প্রতিনিধিঃ
ফ্রান্সে রাস্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা কমিটির সদস্যরা।
০২ নভেম্বর সোমবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল পূর্ব বড় জামে মসজিদের সামনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জেলা কমিটির সভাপতি শায়খুল হাদীস মাওলানা মোঃ আব্দুল হক কাওসারী এর সভাপতিত্বে ও জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা কমিটির সাধারন সম্পাদক মাওলানা মোঃ উবাইদুল্লাহ ফারুক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ মোতাহার উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আঃ সালাম, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, দপ্তর সম্পাদক মাওলানা আঃ রশিদ, সদর উপজেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাধারন সম্পাদক মাওলানা আব্বাস আলী বিশ্বাস মাওলানা শাব্বির আহমপদ প্রমুখ।
সমাবপশ শেষে বড় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নিউমার্কেটের পশ্চিম গেটে মিছিল শেষ করে সেখানে ফ্রান্সের রাস্ট্র প্রধান 'ম্যাক্রো' র কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা।
সমাবেশে কেন্দ্রীয় নেতা মাওলানা আঃ হক কাওসারী বলেন ফ্রান্সের রাস্ট্র প্রধান ম্যাক্রো মহানবী (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে বিশ্বের ২০০ কোটি মুসলমানের হৃদয়ে আগাত হেনেছে।
তাই সকল মুসলমানকে ফ্রান্সের সকল পণ্যসামগ্রী বর্জন এবং ঢাকায় ফরাসী দূতাবাস বন্ধ করার আহবান জানান কেন্দ্রীয় নেতা মাওলানা মোঃ আব্দুল হক কাওসারী।