স্বাধীনবাংলা,পটুয়াখালী
প্রতিনিধিঃ
'মুজিববর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র' এ প্রতিপাদ্য বিষয় নিয়ে কমিউনিটি পুলিশিং ডে -২০২০ উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা পুলিশ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টেবর সনিবার সকাল ১০ টায় জেলা শিশু একাডেমীতে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম) এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা ২৯ আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা, কমিউনিটি পুলিশিং পটুয়াখালী জেলা কমিটির সভাপতি প্রফেসর আব্দুস সালাম,সাধারন সম্পাদক আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
আরোও পড়ুনঃ নারীদের হিজাব, পুরুষের পায়ের গোড়ালির ওপর প্যান্ট পরার বিজ্ঞপ্তি প্রকাশ ***
সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য মির্জাগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক বাহাউদ্দিন বেপারীকে ও কলাপাড়া থানার সাব ইন্সপেক্টর মোঃ শওকত জাহানকে সম্মাননা ক্রেস্ট ও আইজিপি এর স্বাক্ষরিত সনদ পত্র প্রদান করা হয়। সভায় জেলা ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি-সাধারন সম্পাদক, জেলার সকল থানার ইনচার্জসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার সন্ত্রাস, জঙ্গীসহ সকলধরনের অপরাধের বিরুদ্ধে জণগন ও পুলিশ একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।