মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় মো. রমজান (২৫) নামের এক বিকাশ ব্যবসায়ীকে মারধর করে ৫ লক্ষাধিক টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২১ নভেম্বর রাত ৯টার দিকে হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে।
ভুক্তভোগী মো. রমজান দুলালপুর গ্রামের মো. আবদুল হাকিমের ছেলে। তিনি দুলালপুর বাজারে একটি কসমেটিকের দোকান চালানোর পাশাপাশি বিকাশ এজেন্ট হিসেবে কাজ করেন।
সেদিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী তার ওপর আক্রমণ করে। তারা হাত-মুখ বেঁধে তাকে চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের গেটের ভেতরে নিয়ে গিয়ে মারধর করে। এরপর তার দোকানের ৫ লাখ ১৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
রমজানের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মো. রমজান ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫-৬ জনকে অভিযুক্ত করে হোমনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে হোমনা থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি দুলালপুর বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর..