এহসানুল মাহবুব সাজিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
দেওয়ানগঞ্জ উপজেলার অন্যতম ও মেধা বিকাশে অগ্রগামী শিক্ষা প্রতিষ্ঠান ডি ডি এফ পাবলিক স্কুল এন্ড কলেজে গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডি ডি এফ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যাপক মোঃ মাহামুদুল হক (অব:)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডি ডি এফ পাবলিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি উপপরিদর্শক মো.শাহাদাৎ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জনাব ফাতেমা সুলতানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আরিফা আখতার,হযরত শাহ জামাল(র:) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আশরাফুল ইসলাম বুলবুল, ডি ডি এফ স্কুলের পরিচালক মো. নুরুজ্জামান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সোহেল রানা ও সৌরভ হাসান, এ সময় আরো উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আজাদ হোসেন, সাংবাদিক হাসান মাহমুদ, সাংবাদিক এহসানুল মাহবুব সাজিদ, সিনিয়র সাংবাদিক খাদিমুল ইসলাম ও সাংবাদিক তারেক মাহমুদ প্রমুখ।
প্রধান অতিথি শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, একটি শিক্ষিত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই।তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেবো। তিনি আরো বলেন শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে,সরকারিভাবে কোন প্রণোদনা আসলে অবশ্যই আপনাদের সহযোগিতা করবো।
চেয়ারম্যান জহুরুল হক তার বক্তব্যে বলেন, আগামী জানুয়ারি মাস থেকে ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাসের ব্যবস্থা করা হবে। যা শিক্ষা ব্যবস্থার মনোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যেই দেওয়ানগঞ্জ উপজেলায় ডি ডি এফ স্কুল শিক্ষাঙ্গনে ব্যাপক সফলতা অর্জন করেছে। ভবিষ্যতে আরো ভালো কিছু অর্জন করবে এই আশা ব্যক্ত করেন তিনি।
আলোচনা শেষে ক্রিয়া প্রতিযোগিতার পুরষ্কার, কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ ও আকর্ষণীয় র্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
এ জাতীয় আরো খবর..