পরিতোষ বড়ুয়া, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
চট্টগ্রামের আগ্রাবাদ মুহুরীপাড়ায় একটি খরিদাকৃত জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানিয়েছেন, জায়গাটি তারা ১৯৪০ সালে কিনেছিলেন এবং এর সব প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে বৈধভাবে সংরক্ষিত রয়েছে। তবে, গত ১৭ বছর ধরে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা তাদের জায়গা দখল করে রেখেছে এবং এখনো নানাভাবে তাদের হয়রানি করছে।
ভুক্তভোগী মো. ইদ্রিস মিয়া অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. নাসির, রাশেদুল ইসলাম, মো. আসিফ, বাবরসহ আরও কয়েকজন তার জায়গা দখল করতে নানা ধরনের ষড়যন্ত্র ও হয়রানি চালিয়ে যাচ্ছে। ইদ্রিস মিয়ার দাবি, প্রভাবশালী এই চক্রটি তাদের নিজস্ব জমিতে প্রবেশ করলেও ভয়ভীতি প্রদর্শন করে এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখার চেষ্টা করে আসছে।
তিনি আরও জানান, “আমাদের জায়গার কাগজপত্র সম্পূর্ণ বৈধ এবং আদালতে এই বিষয়ে একটি মামলা চলমান রয়েছে। আদালত আমাদের জমিতে স্থিতাবস্থা জারি করলেও অভিযুক্তরা কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”
স্থানীয়ভাবে প্রভাবশালী এবং বিত্তশালী হওয়ায় এই চক্রটি তাদের প্রভাব খাটিয়ে ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইদ্রিস মিয়া বলেন, “স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরও এদের হয়রানি বন্ধ হয়নি। প্রতিনিয়ত আমাদের হুমকি দেওয়া হচ্ছে।”
অভিযোগ সম্পর্কে জানতে অভিযুক্ত মো. আসিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভুক্তভোগীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, “তারা নিজেরাই জায়গার দখলদার এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে।”
এদিকে স্থানীয় জনগণের দাবি, এ ধরনের জবরদখল ও হয়রানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, যাতে ভুক্তভোগীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়।
এ জাতীয় আরো খবর..