চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷
শুক্রবার (২২ নভেম্বর) বিকেল তিনটায় চৌহালী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সভাপতি মো. জাহিদ মোল্লা ৷ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কারী মো. ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বি এন পি'র যুগ্ন-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরি এ্যানি ৷
প্রধান বক্তা কেন্দ্রীয় বিএনপি'র সহ-প্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি বেগম রোমানা মাহমুদ, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাবেক সভাপতি ইউনুস সিকদার, সহ-সভাপতি আরিফ সরকারসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মী ৷
সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত ষোল বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশের জনগণের কন্ঠ রোধ করে রেখেছে। অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে। দেশের সম্পদ লুটপাট মানুষের ভোট চুরি ও ভোটের অধিকার হরণ করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে। বিগত পাঁচই আগস্ট ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে সফল গণআন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে গিয়ে, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীদিনের আন্দোলন সংগ্রাম ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকল সহযোগী অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি ৷
এ জাতীয় আরো খবর..