×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে গ্রেফতার ১ পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই স্লোগানে রাজশাহীতে গণসংহতি আন্দোলন বরগুনায় ট্রাফির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু অনুমোদন ছাড়াই ৫ বছর ধরে চলছে মেসার্স শানু ব্রিকস নামে ইটভাটা নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ কাল ডোনাল্ড ট্রাম্পের ঘুষ প্রদান মামলার রায় স্থগিত সেবার ব্রতে চাকরি’ এই শ্লোগানে শেরপুর জেলার টিআরসি পদে নিয়োগ লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বরগুনায় সিঁধ কেটে নারীকে হত্যা মানিকগঞ্জে ৭১’র তেরশ্রী গণহত্যা দিবস পালন
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৯
  • ৭২ বার পঠিত
মোঃ হৃদয় হোসেন, পাবনা সদর:
পাবনা'য় বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা,  বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সংগঠনটি।

১৯শে আগষ্ট (সোমবার) সকাল ৬ টায় পাবনা জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন পাবনা জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান ও পাবনা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু। এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা সেচ্ছাসেবক দল,সদর উপজেলা সেচ্ছাসেবক দল ও পাবনা পৌর সেচ্ছাসেবক দলের নেতাকর্মী বৃন্দ। এদিন  বেলা ১২ টায় পাবনা জেলা বিএনপির লাহিড়ী পাড়াস্থ দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে  বিশাল  মিছিল নিয়ে পাবনার প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমবেত হয় সংগঠনটির নেতাকর্মী বৃন্দ। এরপরে পাবনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা,বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলের আয়োজন করে পাবনা জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল।

পাবনা জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান' র সভাপতিত্বে ও পাবনা জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু'র সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  পাবনা জেলা বিএনপির সদস্য সচিব ও পাবনা জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড. খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু,  পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু,পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু ওবায়দা শেখ তুহিন, পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক,  পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক  মাহমুদুন্নবী স্বপন,  পাবনা পৌর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল ইসলাম বাদশা, পাবনা পৌর বিএনপির সদস্য সচিব ও পাবনা জেলা ড্যাবের সাধারণ সম্পাদক  ডা:আহমেদ মোস্তফা নোমান,  সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম শহর,জেলা বিএনপির সম্মানিত সদস্য বৃন্দ, সেচ্ছাসেবক দল, যুবদল,ছাত্রদল, মহিলাদল, শ্রমিক দল, কৃষক দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। 

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা, সর্বপ্রথম শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি আন্দোলনে অংশ গ্রহণকারী সকলকে গভীর ধন্যবাদ প্রদান করেন। এসময় তারা অন্তবর্তীকালীন সরকারের নিকট  অনতিবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যা সহ সকল অপরাধের বিচারের দাবি জানান। সেই সাথে যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের একত্রিত হওয়ার আহবান জানান তারা। আলোচনা সভা শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বৃক্ষরোপন করেন 

অতিথিবৃন্দ ও সংগঠনের নেতাকর্মী বৃন্দ। পরিশেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও  চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনার দ্বায়িত্বে ছিলেন, পাবনা জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদুল খান নাদিম ,যুগ্ম আহবায়ক দিপংকর সরকার জিতু,পাবনা পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক যুবায়ের খান প্রিন্স প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat