বরগুনা সংবাদদাতা:
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রহমানির বড় বোন মমতাজ বেগমের জানাজায় অংশগ্রহণ করতে প্যারোলে মুক্তি নিয়ে বরগুনায় আসেন। বৃহস্পতিবার সকাল পৌনে এগারটার দিকে কাশিমপুর কেন্দ্রিয় কারাগার থেকে হেলিকপ্টার যোগে বরগুনা সার্কিট হাউস মাঠে আসেন তিনি। জানাজায় অংশগ্রহন করতে এসে তিনি বলেন, আনসার উল্লাহ বাংলা টিম নামে কোন জঙ্গি সংগঠন বাংলাদেশে নেই। এমন কোন সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন না। হাসিনা সরকারের সমালোচনা করায় তাকে জঙ্গি উপাধি দিয়ে প্রায় একযুগ ধরে কারাগারে রেখেছেন আওয়ামীলীগ সরকার। দেশে ছাত্র আন্দোলনের তোপে পড়ে দেশ থেকে পালিয়ে গেছেন হাসিনা। এরপর জানাজা নামাজ শেষ করে হেলিকপ্টার যোগে ঢাকা কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে। জসিম উদ্দিন রহমানি বরগুনা পৌছানের আগেই পুলিশ, র্যাব ও নৌবাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেন গোটা সার্কিট হাউস এলাকা।
এ জাতীয় আরো খবর..