স্বাধীনবাংলা, ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলমান রাজনৈতিক অবস্থা ও বাংলাদেশ আ'লীগ বড়ভিটা ইউনিয়ন শাখার সাংগঠনিক কর্মকান্ডের বিষয়ে বিশেষ বর্ধিত সভা অনু্ষ্ঠিত হয়েছে। সভায় অতীতের সকল দ্বিধা,অভিমান ভুলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে আ'লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রত্যয় করেন ইউনিয়নটির আ'লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। শনিবার ৩ অক্টোবর সকাল ১১ টায় বাংলাদেশ আ'লীগ বড়ভিটা ইউনিয়ন শাখার আয়োজনে বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ বর্ধিত সভাটি অনু্ষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিগত উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা ও ইউনিয়ন আ'লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে টানাপোড়ন দেখা দেয়।ফলে ব্যাহত হয় সাংগঠনিক কার্যক্রম। এমতাবস্থায় নিজেদের মধ্যে সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার আদর্শকে ধারন করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আ'লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বড়ভিটা ইউনিয়ন আ'লীগের সভাপতি বেলাল হোসেন প্রামানিক এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা আ'লীগের প্রচার সম্পাদক সরকার মনোয়ার পাশা,উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব প্রামানিক চাঁদ, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সদস্য খয়বর আলী মিয়া, কাশিপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন সহ উপজেলা আ'লীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ'লীগের সহ সভাপতি শাহজাদা মিয়া বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হেল বাকি, উত্তম কুমার মোহন্ত, মাহাবুল হোসেন সাউদ, শিমুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান সহ অনেকে।