×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে গ্রেফতার ১ পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই স্লোগানে রাজশাহীতে গণসংহতি আন্দোলন বরগুনায় ট্রাফির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু অনুমোদন ছাড়াই ৫ বছর ধরে চলছে মেসার্স শানু ব্রিকস নামে ইটভাটা নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ কাল ডোনাল্ড ট্রাম্পের ঘুষ প্রদান মামলার রায় স্থগিত সেবার ব্রতে চাকরি’ এই শ্লোগানে শেরপুর জেলার টিআরসি পদে নিয়োগ লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত বরগুনায় সিঁধ কেটে নারীকে হত্যা মানিকগঞ্জে ৭১’র তেরশ্রী গণহত্যা দিবস পালন
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ১৩২ বার পঠিত
নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর প্রতিনিধিঃ
''স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক'' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে  অনুষ্ঠানিক ভাবে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

(৮ জুন) শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।  

ফরিদপুরের ৯ টি উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে আজ ৮ জুন থেকে আগামী ১৪ জুন পর্যন্ত শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। ভূমি সংক্রান্ত কর্মসুচী সেবাগুলোর মধ্যে পাওয়া যাবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়া, মৌজা ম্যাপ, খতিয়ান দেওয়াসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা ।

ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সকাল ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে, সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার তিনি তার বক্তব্যে বলেন, ফরিদপুর জেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে সেবা পেতে এসে সাধারণ মানুষ যেন বিড়ম্বনার শিকার না হন। তিনি বলেন,আমাদের সকলের লক্ষ্য হচ্ছে জনগণের মাঝে স্বচ্ছ সেবা নিশ্চিত করা। ভূমি অফিসের সেবা পেতে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন। ডিজিটাল সেবার মাধ্যমে একদিকে যেমন ভূমি সংক্রান্ত জটিলতার অবসান হবে অন্যদিকে ভূমি অফিস গুলোতে দালালদের দৌরাত্ব হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ,ডিসি অফিসের সহকারী কমিশনার, কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপ-সহকারী কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat