ইব্রাহিম মুকুট ময়মনসিংহ: ১১ মে শনিবার সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে "স্মার্ট বাংলাদেশ নির্মাণে সর্বজনীন পেনশন স্কীমের গুরুত্ব "শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা তথ্য অফিস ময়মনসিংহ এর আয়োজনে এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায়।
১৮ বছর থেকে ৫০ বছর বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোন বাংলাদেশী কর্মীগণও এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।পেনশনে থাকাকালীন ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি ৭৫ বৎসর পূর্ণ হওয়ার অবশিষ্ট সময় পর্যন্ত পেনশন প্রাপ্য হবেন।চাঁদাদাতা কমপক্ষে ১০ বৎসর চাঁদা প্রদান করার পূর্বেই মৃত্যুবরণ করলে জমাকৃত অর্থ মুনাফাসহ তার নমিনিকে ফেরত দেয়া হবে।চাঁদাদাতা তার জমাকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ঋণ হিসাবে উত্তোলন করতে পারবে।পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসাবে গণ্য করে কর রেয়াত পাওয়ার যোগ্য হবেন এবং মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকবে।
নিম্ন আয়সীমার নিচে থাকা নাগরিকগণের অথবা অস্বচ্ছল চাঁদাদাতার ক্ষেত্রে পেনশন তহবিলে মাসিক চাঁদার একটি অংশ সরকার অনুদান হিসাবে প্রদান করবে।আপাততঃ সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ সর্বজনীন পেনশনের আওতা বহির্ভূত হবেন। তবে ক্রমান্বয়ে তাদেরকে এ ব্যবস্থার অধীনে আনয়ন করা হবে।সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার পর চাঁদার হার এবং স্কিম পরিবর্তনের সুযোগ রয়েছে।পেনশনারদের প্রদত্ত চাঁদার টাকা বিনিয়োগ বিধিমালার আওতায় সর্বোচ্চ নিরাপদ ও লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে প্রাপ্য রিটার্ণের ভিত্তিতে পেনশনের মাসিক পরিমাণ নির্ধারিত হবে, সর্বজনীন পেনশন অনলাইনে আবেদন করে তা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে সোনালী ব্যাংক, ব্রাক ব্যাংক, অগ্রণী ব্যাংক লিমিটেড ।অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহ্ফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক, দিদারে আলম মাকসুদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপক শেখ মোঃ শহীদুল ইসলাম, পরিচালক জেলা তথ্য অফিস সহকারী পরিচালক মোঃ মাসুদ মিয়া, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক অমিত রায় বাংলাভিশন স্টাফ রিপোর্টার, যুগান্তরের স্টাফ রিপোর্টার , সাংবাদিকবৃন্দ ও প্রশাসনে কর্মকর্তা বৃন্দ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..